কোরান্ডাম
সংস্কৃত : কুরুভিন্দা, তামিল   குருந்தம (কুরুন্টাম)>বাংলা কোরান্ডাম।
ইংরেজি :
Corundum

লৌহ, টাইটেনিয়াম এবং ক্রোমিয়াম যুক্ত এ্যালুমিনিয়াম অক্সাইড
(Al2O3)। ভিত্তিক স্ফটিকাকারের এক প্রকার খনিজ পদার্থ। এই পদার্থটি শিলা আকারে পাওয়া যায়। প্রাকৃতিকভাবেই বিশুদ্ধ কোরান্ডাম বেশ স্বচ্ছ। কিন্তু এর সাথে অন্যান্য অপদ্রব থাকার কারণে এর স্বচ্ছতার হেরফের ঘটে থাকে এবং রঙের তারতম্যও লক্ষ্য করা যায়। স্বচ্ছ কোরান্ডাম রত্ন হিসাবে ব্যবহৃত হয়। রঙের বিচারে কোরান্ডামকে তিনটি শ্রেণিতে ভাগ করা হয়। ভাগ তিনটি হলো

১. লাল রঙের কোরান্ডাম : একে বলা হয় পদ্মরাগমণি (ruby)
২. গোলাপি বর্ণের কোরান্ডাম : একে বলা হয়
padparadscha
৩. লাল ও গোলাপি ছাড়া বাকি সকল রঙের কোরান্ডাম-কে স্যাফায়ার (
sapphire) বলা হয়।