স্যাফায়ার
গ্রিক σάπφειρος
(blue stone)>ইংরেজি
Sapphire।
তিন ধরনের
কোরান্ডাম
শ্রেণির রত্নের মধ্যে
স্যাফায়ার একটি। মূলত লাল এবং গোলাপি বর্ণ ছাড়া অন্যান্য বর্ণের কোরান্ডামকে
স্যাফায়ার বলা হয়। এর মূল উপাদান এ্যালুমিনিয়াম অক্সাইড
(Al2O3), তবে এর
সাথে লৌহ, টাইটেনিয়াম এবং ক্রোমিয়াম,
তামা বা ম্যাগনেশিয়াম যুক্ত থাকে। এই সকল খনিজ পদার্থের মিশ্রণের কারণে
স্যাফায়ার-এর রঙ হতে পারে নীল, হলুদ, গোলাপি, নীলাভ-লাল, কমলা, সবুজাভ।
এটি স্ফটিকাকারের এক প্রকার খনিজ পদার্থ। এই পদার্থটি শিলা আকারের পাওয়া যায়। স্যাফায়ার সাধারণত অলঙ্কারের সাথে ব্যবহার করা হয়। এর নীল রঙের স্যাফায়ার-কে নীলা বা নীলকান্তমণি বলা হয়।