পরেশমণি
ইংরেজি : Onyx
অপর নাম : পালঙ্ক
আপেক্ষিক গুরুত্ব : ২.৬৫-২.৬৬৭।
কাঠিন্য ৭।

কৃষ্ণ পরেশমণি

রত্ন বিশেষ। একপ্রকার স্বচ্ছ বা অর্ধস্বচ্ছ স্ফটিকমণি এটি একটি সুবুজ বর্ণের রত্ন বিশেষ। এর সাথে থাকে সাদা ও অন্যান্য রঙের চওড়া রেখা। এর একটি অতি পরিচিত প্রকরণ হলো- কৃষ্ণ পরেশমণি (Black onyx )

আজকাল কৃত্রিমভাবে এই রত্নটি তৈরী হচ্ছে। জ্যোতিশাস্ত্রে এটিকে পান্নার বিকল্প হিসাবে বুধ গ্রহের অশুভত্ব থকে রক্ষা করে বলে বিশ্বাস করা হয়।


সূত্র : http://en.wikipedia.org/wiki/Onyx