গ্রহের ফের
সবাক বাংলা কাহিনি-চলচ্চিত্র। প্রযোজনা করেছিল- দেবদত্ত ফিল্মস। রূপবাণী প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ১৯৩৭ খ্রিষ্টাব্দের ৪ ডিসেম্বর।
            দ্রষ্টব্য [প্রচার পুস্তিকা]
 
পরিচালনক: চারু রায়
প্রযোজক: দেবদত্ত শীল
কাহিনি: প্রেমেন্দ্র মিত্র
সঙ্গীত রচয়িতা: অজয় ভট্টাচার্য। বিদ্যাপতি'র একটি পদ 'ভরা বাদর মাহ ভাদর' ব্যবহার করা হয়েছিল।
সুরকার: কাজী নজরুল ইসলাম
ফিল্ম: ৩৫ মিমি
রঙ: সাদা-কালো
দৈর্ঘ্য: ১৪৪ মিনিট
চরিত্র: কুমারী শীলা হালদার, রমলা দেবী, দেববালা, মনোরমা, মীরা, নির্মলা, নির্মেন্দু লাহিড়ী, ষোগেশ চৌধুরী, মনোরঞ্জন ভট্টাচার্য, রাধিকানন্দ মুখোপাধ্যায়, রবি রায়, সুবোধ মুখোপাধ্যায়, ভোলানাথ, সতীশ মুখোপাধ্যায় প্রমুখ।