শ্রীশ্রীতারেকস্বর
ভারতে নির্মিত সবাক কাহিনি-চলচ্চিত্র। 
 
প্রযোজক: শক্তিপদ বন্দ্যোপাধ্যায়
পরিচালনা : বংশী আশ
চিত্রনাট্য ও সংলাপ: নৃপেন্দ্রকৃষ্ণ চট্টোপাধ্যায়।   
কাহিনী: তারকানাথ লীলা। সুকুমার গাঙ্গুলী
গীতিকার: কাজী নজরুল ইসলাম, কবি শৈলেন রায় ও সুরেন চক্রবর্তী
কণ্ঠশিল্পী: ধনঞ্জয় ভট্টাচার্য, প্রসূন বন্দ্যোপাধ্যায়, মানবেন্দ্র মুখোপাধ্যায়, 
ডাঃ গোবিন্দ গোপাল মুখোপাধ্যায়, মাধুরী দেবী, প্রতিমা বন্দ্যোপাধ্যায় ও অমরপাল।
মুক্তি: ২৮ নভেম্বর ১৯৫৮
ভাষা: বাংলা।
রঙ: রঙিন
সময়: 
১ ঘণ্টা ৪১ মিনিট
এই ছবির গান
	- হে নটনাথ এ নট দেউলে
	[নজরুল ইসলাম]
	[তথ্য] 
- চড়কের শিবের জটা 
	আসমানে উড়িল [সুরেন চক্রবর্তী]
- প্রভুমীশ মনীশন্ 
	শেষ গুণম্ [সংস্কৃত শ্লোক]
- গোলাপে গোলাপে রাঙা 
	ফাল্গুন [কবি শৈলেন রায়]
- [তুমি] দুখের বেশে 
	এলে [নজরুল 
	ইসলাম] [তথ্য] 
- ৬ কোই ক্যছু ক্যহে 
	মান লাগা [গীতিকারের নাম নেই]
- ওঁ ধ্যায়েনিতং মহেশং 
	[সংস্কৃত শ্লোক]
- চন্দ্রশেখর, 
	চন্দ্রশেখর [সংস্কৃত শ্লোক]
- জয় জয় করুণা নিধে [অজ্ঞাত]
- শিবহর শঙ্কর গৌর সন 
	[সংস্কৃত শ্লোক]
- জটাটবী গলজ্জল 
	প্রবাহ প্লাবিত [সংস্কৃত শ্লোক]
- নাচিছে নটরাজ, শঙ্কর মহাকাল [নজরুল 
	ইসলাম] [তথ্য]
সূত্র: