A
 (এ)
 
    
কম্পিউটারে ড্রাইভ 
    চিহ্নিত করার ক্ষেত্রে এই বর্ণটি ব্যবহৃত হয়। 
এক মসময় 
ফ্লপি ডিস্কের 
আকৃতি অনুসারে তিনটি ভাগে ভাগ করা হয়।  ভাগ তিনটি হলো- ৮ ইঞ্চি, ৫.২৫ ইঞ্চি ও ৩.৫ ইঞ্চি। এর মধ্যে ৩.৫ ইঞ্চি পরিমিত ফ্লপি ডিস্ককে A ধরা হয়ে থাকে ন। যদি 
কম্পিউটারের প্রাথমিক চৈতন্যলাভের জন্য প্রথম পছন্দ হিসাবে A কে রাখা হয়, সে ক্ষেত্রেও 
বায়োসে তা উল্লেখ 
    করতে হবে।