ইন্টেল ৮০০৮ মাইক্রোপ্রোসেসের


intel 8008

 এক নজরে intel 8008

প্রস্তুতকারক: Intel
মডেল: P8008
ঘড়ি গতি: 0.2-0/8MHz
প্রকৃতি: 8008
নকশা: 8 Bit
 

ইন্টেল ৮০০৮ মাইক্রোপ্রোসেসর
Intel 8008 Microprocessor
ইন্টেল নামক কোম্পানির তৈরি মাইক্রোপ্রোসের

১৯৭১ খ্রিষ্টাব্দে ইন্টেল প্রথম একটি মাইক্রোপ্রসেসর তৈরি করে। এর নাম ছিল intel 4004
(ইন্টেল ৪০০৪)। এই প্রোসেসরের পর্বরর্তী সংস্করণ হলো ৮০০৮ প্রোসেসরটি। এটি ইন্টেল প্রকাশ করেছিল ১৯৭২ খ্রিষ্টাব্দের ১লা এপ্রিল মাসে।

১৯৮৩ খ্রিষ্টাব্দ পর্যন্ত এই প্রোসেসরটি ইন্টেল উৎপাদন করেছে। এই প্রোসেসরে ১০ মাইক্রোন মাপের ৩৫০০টি ট্র্যানজিস্টর ব্যবহার করা হয়েছিল। বাস-এর প্রস্থ ছিল ৮বিট। আর ছিল এক্সটার্নাল ১৪বিট এ্যাড্রেস বাস।

সূত্র:
http://sites.fas.harvard.edu/~cscie287/fall2014/Intel%208008%20CPU%20Users%20Manual%208008UM.pdf