গজপতি
Gazapati
১৪৫৬-১৫১৫ খ্রিষ্টাব্দ।

আরাকান রাজ্য-এর  ম্রায়ুক উ  রাজ্যের নবম রাজা। ১৪৫৬ খ্রিষ্টাব্দে মিন রাজা'র ঔরসে রানি সো মানাউ-এর গর্ভে জন্ম গ্রহণ করেন।

মিন রাজা'র
রাজ্যের প্রতি নজর না রাখার কারণে রাজশক্তি দুর্বল হয়ে পড়তে থেকে। এই দুর্বলতার সুযোগে ১৫১৩ খ্রিষ্টাব্দে থেট জনগোষ্ঠী বিদ্রোহ করে। এই বিদ্রোহী দল উইথালি'র রাজপ্রাসাদ দখল করে নেয় এবং ২৯ দিন তাদের দখলে রাখে। এই সময় মন্ত্রী পরিষদ মিন রাজাকে অপসারণ করে, তাঁর ১৫ বৎসরের সন্তান গজপতিকে সিংহাসনে বসান।

গজপতি ক্ষমতা লাভের পর, স্বেচ্ছাচারী হয়ে উঠেন। ১৫১৪ তিনি প্রথমেই তাঁর পিতা
মিন রাজা-কে হত্যা করেন। তিনি মন্ত্রীপরিষদ এবং রাজকর্মচারীদের সাথে দুর্ব্যবহার করা শুরু করেন। তাঁর বেহিসেবী খরচের জন্য অর্থ সঙ্কট দেখা দেয়। মাত্র ১৬ বৎসর বয়সে তিনি নারীলোলুপ হয়ে উঠেন। তাঁর একজন একাধিক সেনাপতির স্ত্রীর সাথে মিলিত হতেন। জনৈক সেনপাতির স্ত্রীর প্রতি আসক্ত হয়ে তিনি, সেনাপতি বঙ্গসীমান্তে পাঠন এবং ওই সেনানায়কের স্ত্রীর সাথে নির্বিগ্ন মিলনের ব্যবস্থা করেন। এ্ সকল কারণে, ১৫১৫ খ্রিষ্টাব্দের জানুয়ারি মাসে মন্ত্রীপরিষদ তাঁর শিরোশ্ছেদ করে এবং মিন সো ও-কে সিংহাসনে বসার অধিকার প্রদান করে।

তাঁর একমাত্র বৈধ স্ত্রী ছিলেন সো থুজা।


সূত্র:

https://en.wikipedia.org/wiki/Gazapati