ম্রায়ুক-উ
Mrauk U

আরাকান-এর প্রাচীন স্বাধীন রাজ্য বিশেষ। ১৪২৯ খ্রিষ্টাব্দে এই রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন- মিন সো মোন। এই রাজ্যের রাজধানী শহর 'ম্রায়ুক উ'-এর নামে এই রাজ্যের নামকরণ করা হয়েছে।

১৪০৪ খ্রিষ্টাব্দে মিন সো মোন লাঙ্গিয়েত রাজ্যের রাজত্ব লাভ করেছিলেন উত্তরাধিকার সূত্রে।
এই সময় মিন সো মোন-এর রাজ্যের পার্শ্ববর্তী শক্তিশালী আভা এবং পেগু রাজ্যের মধ্যে দ্বন্দ্ব বিরাজ করছিল। এদের দ্বারা প্রভাবিত রাজ্যের আমত্যবর্গ রাজ্যের অবস্থা অস্থিতিশীল করে তুলেছিল। এই অবস্থার ভিতরে আভা রাজ্যের রাজা 'মিনখায়ুং প্রথম'  ১৪০৬ খ্রিষ্টাব্দের নভেম্বর মাসে মিন সো মোন-এর রাজ্যের বিরুদ্ধে শক্তিশালী সেনাবাহিনী পাঠান। ২৯শে নভেম্বর এই যুদ্ধে পরাজিত হয়ে, মিন সো মোন বঙ্গদেশে পালিয়ে যান। এই সময় বঙ্গের শাসক ছিলেন রাজা গণেশ- এর পুত্র জালালউদ্দীন মুহম্মদ শাহ। নানা পথ ঘুরে মিন সো মোন ১৪১৮ খ্রিষ্টাব্দের শেষের দিকে জালালউদ্দীন মুহম্মদ শাহের দরবারে সেনাবাহিনীতে চাকরি পান। তিনি সেনাবাহিনীর নেতৃত্বে দক্ষতার পরিচয় দিলে, সুলতান তাঁকে পছন্দ করা শুরু করেন। পরে মিন সো মোন-এর রাজ্য হারানোর কাহিনী শুনে, তিনি তাঁকে রাজ্য উদ্ধারের জন্য প্রয়োজনীয় সাহায্য দান করেন। জনশ্রুতি রয়েছে, মিন সো মোন- গৌড়ে এসে সুফী হযরত মুহম্মদ জাকির রহমতুল্লাহি আলাইহি নামক একজন বিখ্যাত কামিল ব্যক্তির দরবার শরীফ-এ আশ্রয় নেন। এই সময় তিনি বৌদ্ধ ধর্ম পরিত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং সুলেইমান শাহ নামগ্রহণ করেন।

১৪২৯ খ্রিষ্টাব্দের ফেব্রুয়ারির/মার্চ মাসের দিকে মিন সো মোন রাজ্য পুনরুদ্ধারের জন্য যাত্রা করেন। এই যুদ্ধে জয় লাভ করে তিনি রাজ্য পুনরুদ্ধার করতে সক্ষম হন। এরপর সুলতানের সেনাপ্রধান ওয়ালি খানের সাথে তাঁর বাক বিতণ্ডায় জড়িয়ে পরেন। এই সূত্রে ওয়ালি খান তাঁকে গ্রেফতার করেন। এই ঘটনাটি ঘটেছিল মিন সো মোন-এর পালিয়ে থাকা ভাই মিন খায়ই-এর এলাকার কাছে। এই ভাইয়ের সহায়তায় মিন সো মোন কৌশলে পালিয়ে সুলতানের কাছে ফিরে যান। এরপর সুলতান দ্বিতীয় বার রাজ্য উদ্ধারের জন্য সৈন্য দেন। ১৪২৯ খ্রিষ্টাব্দের ১৮ই এপ্রিল সিংহাসন উদ্ধারে সক্ষম হন। এরপর তিনি ধীরে শক্তি বৃদ্ধি করেন। তিনি রাজ্য পরিচালনার সুবিধার্থে ল্যাঙ্গিয়েৎ থেকে রাজধানী সরিয়ে আনেন এবং নতুন নগরী ম্রায়ুক-উ-কে রাজধানী হিসেবে ঘোষণা দেন। এই ঘটনার মধ্য দিয়ে শুরু হয়েছিল 'ম্রায়ুক-উ' রাজ্য এবং রাজবংশের।

এই 'ম্রায়ুক-উ' নগরী তৈরির কাজ শুরু হয়েছিল ১৪৩০ খ্রিষ্টাব্দের আগষ্ট মাসে এবং শেষ হয়েছিল ১৪৩২-৩৩ খ্রিষ্টাব্দের ভিতরে। এই বছরেই তিনি রাজধানী স্থানান্তরের কাজ সম্পন্ন করেন। এর কিছু পরে ১৪৩৩ খ্রিষ্টাব্দের ৯ই মে তিনি মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুর পর, ১৪৩৩ খ্রিষ্টাব্দের ৯ই মে তাঁর ছোট ভাই মিন খায়ই রাজ-সিংহাসনে বসেন।

ম্রায়ুক উ রাজ্যের রাজাদের তালিকা
১. মিন সো মোন [রাজত্বকাল: ১৮ এপ্রিল ১৩২৯- ৯ মে ১৪৩৩ ]
২. মিন খায়ই [রাজত্বকাল: ৯ মে ১৪৩৩ - জানুয়ারি ১৪৫৯ ]
৩. বা সো ফিয়ু [রাজত্বকাল: জানুয়ারি ১৪৫৯- ৫ আগষ্ট ১৪৮২]
৪. মিন ডাওলিয়া [রাজত্বকাল: ৫ আগষ্ট ১৪৮২-ফেব্রুয়ারি ১৪৯২]
৫. বা সো নাইয়ো [রাজত্বকাল: ফেব্রুয়ারি ১৪৯২-জানুয়ারি ১৪৯৪]
৬. মিন রান অঙ [রাজত্বকাল: জানুয়ারি ১৪৯৪-জুলাই ১৪৯৪]
৭. সালিঙ্গাথু [রাজত্বকাল: জুলাই ১৪৯৪-ফেব্রুয়ারি ১৫০২]
৮. মিন রাজা [রাজত্বকাল: ফেব্রুয়ারি ১৫০২-নভেম্বর ১৫১৩]
৯. গজপতি [রাজত্বকাল: নভেম্বর ১৫১৩-জানুয়ারি ১৫১৫]
১০. মিন সো ও [রাজত্বকাল: জানুয়ারি ১৫১৫-জুলাই ১৫১৫]
১১. থাজাতা [রাজত্বকাল: জুলাই ১৫১৫-এপ্রিল ১৫২১]
১২. মিন খায়ুং [রাজত্বকাল: এপ্রিল ১৫২১- ২৭ মে ১৫৩১]
১৩. মিন বিন [রাজত্বকাল: ২৭ মে ১৫৩১- ১১ জানুয়ারি ১৫৫৪]
১৪. মিন দীক্ষা [রাজত্বকাল: ১১ জানুয়ারি ১৫৫৪- ৬ মার্চ ১৫৫৬]
১৫. সো হ্লা [রাজত্বকাল: ৬ মার্চ ১৫৫৬- ২৪ জুলাই ১৫৬৪]
১৬. মিন সেক্কিয়া [রাজত্বকাল: ২৪ জুলাই ১৫৬৪- ৭ ফেব্রুয়ারি ১৫৭২]
১৭. মিন ফালায়ুং [রাজত্বকাল: ৭ ফেব্রুয়ারি ১৫৭২- ২৪ জুন ১৫৯৩]
১৮. মিন রাজাগাই [রাজত্বকাল: ২৪ জুন ১৫৯৩- ৪ জুন ১৬১২]
১৮. মিন খামায়ুং [রাজত্বকাল: ৪ জুন ১৬১২- ?]