বা সো নাইয়ো
Ba Saw Nyo
মুসলমান নাম: মাহমুদ শাহ
১৪৩৫-১৪৯৪ খ্রিষ্টাব্দ।

আরাকান রাজ্য-এর ম্রায়ুক উ রাজ্যের পঞ্চম রাজা।

১৪২৫ খ্রিষ্টাব্দে ম্রায়ুক উ রাজ্যের দ্বিতীয় রাজা মিন খায়ই ঔরসে সো পা বা'র-গর্ভে জন্মগ্রহণ করেন। 

১৪৯২ খ্রিষ্টাব্দে
ম্রায়ুক উ রাজ্যের চতুর্থ রাজা মিন ডাওলিয়া পার্বত্য চট্টগ্রামের অভিযানে ব্যর্থ হয়ে ফেরার পথে যুদ্ধ হাতির উপর মৃত্যুবরণ করেন। তার  মৃত্যুর পর তাঁর চাচা বা সো বাইয়ো রাজত্ব লাভ করেন। তিনি মিন ডাওলিয়া'র মা, সো নান্দি-কে বিবাহ করে প্রধান রানি করেন। রাজ্য লাভের পর তিনি রাজ কর্মচারীদের বিদ্রোহের মুখে পড়েন। এর ফলে তিনি বেশ মানসিকভাবে ভেঙে পড়েন। শেষ পর্যন্ত তিনি ১৪৯৪ খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুর রাজত্ব লাভ করেছিলেন মিন ডাওলিয়া'র পুত্র মিন রান অঙ

বা সো নাইয়োর ২ জন রানি ছিল। এঁরা হলেন- সো নান্দি এবং মিন গাহ্না। কন্যা ছিলেন সো শিন সো।

সূত্র:

https://en.wikipedia.org/wiki/Ba_Saw_Nyo