মিন রান অঙ
Min Ran Aung
মুসলমান নাম: নুরি শাহ
১৪৮৫-১৪৯৪ খ্রিষ্টাব্দ।

আরাকান রাজ্য-এর ম্রায়ুক উ  রাজ্যের ষষ্ঠ রাজা।

১৪৮৫ খ্রিষ্টাব্দের সেপ্টেম্বর মাসে ম্রায়ুক উ রাজ্যের চতুর্থ রাজা মিন ডাওলিয়া ঔরসে সো পান-ফিউয়া'র-গর্ভে জন্মগ্রহণ করেন। ১৪৯৪ খ্রিষ্টাব্দে রাজা বা সো নাইয়া মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুর পর, ১৪৯৪ খ্রিষ্টাব্দের জানুয়ারি মাসে মিন রান অঙ রাজত্ব লাভ করেছিলেন রাজত্ব লাভের সময় তাঁর বয়স ছিল মাত্র ৮ বছর।

মন্ত্রী পরিষদ মিন রান অঙ -এর পক্ষে রাষ্ট্র পরিচালনা করতো এবং একই সাথে রাষ্ট্র পরিচালনা শিক্ষা-প্রদান করতে থাকে। কিন্তু বালক মিন রান অঙ-এর কাছে লোভনীয় ছিল বালকসুলভ খেলাধূলা। দুর্ভাগ্যক্রমে মিন রান অঙ এই বছরে অর্থাৎ ১৪৯৪ খ্রিষ্টাব্দর জুলাই মাসে মৃত্যুবরণ করেন।

মিন রান অঙ-এর মৃত্যুর পর, রাজত্ব লাভ করেন
সালিঙ্গাথু

সূত্র:

https://en.wikipedia.org/wiki/Ba_Saw_Nyoo