সালিঙ্গাথু
Salingathu
মুসলমান নাম: আব্দুল্লাহ শাহ
১৪৫৫-১৫০২ খ্রিষ্টাব্দ।
আরাকান রাজ্য-এর  
ম্রায়ুক উ রাজ্যের সপ্তম রাজা।
১৪৯৪ খ্রিষ্টাব্দের জুলাই 
মাসে 
মিন রান অঙের 
মৃত্যুর পরে রাজত্ব লাভের সময় তাঁর বয়স ছিল মাত্র ৮ বছর। একই বছরের ফেব্রুয়ারি মাসে 
মিন রান অঙ 
মৃত্যুবরণ করলে, রাজত্ব লাভ করেন সালিঙ্গাথু। 
রাজত্ব লাভের পর তিনি নিজের নিরাপত্তার জন্য যথেষ্ঠ সাবধানতা অবলম্বন করেন। তিনি 
প্রাসাদ এবং রাজধানীর চারপাশে নিরাপত্তা রক্ষী দিয়ে নিরাপত্তা নিশ্চিত করেছিলেন। 
এছাড়া তিনি কোথাও ভ্রমণে গেলে, তাঁকে চারপাশে থাকতো নিরাপত্তা বলয়।
১৫০২ খ্রিষ্টাব্দের 
ফেব্রুয়ারি মাসে 
তাঁর মৃত্যু হয়। এর পরে রাজত্ব লাভ করেন তাঁর পুত্র 
মিন রাজা 
।
তাঁর প্রধান রানি ছিলেন 
 বা সো নাইয়ো-এর 
কন্যা সো লি সো। তাঁর একমাত্র পুত্র ছিলেন মিন রাজা।
সূত্র:
https://en.wikipedia.org/wiki/Salingathu