১৪৫৬ খ্রিষ্টাব্দে
ম্রায়ুক উরাজ্যের তৃতীয় রাজা
বা সো ফিয়ু
ঔরসে সো নান্দি'র-গর্ভে জন্মগ্রহণ করেন। বা
সো ফিয়ু তাঁর সন্তানদের মধ্যে ভবিষ্যৎ উত্তরাধিকার হিসেবে তাঁর সৎভাই গামানিকে বেছে
নিয়েছিলেন। তিন ভবিষ্যৎ রাজার নাম ঘোষণার আগেই, তাঁর ডাওলিয়া, ১৪৮২
খ্রিষ্টাব্দের ৫ই আগষ্ট তাঁর চাকরকে দিয়ে পিতাকে হত্যা করান। এর ফলে বড় ছেলে হওয়ার
সুবাদে রাজত্ব লাভ করেন ডাওলিয়া।
পিতার মৃত্যুর পর ১৪৮২
খ্রিষ্টাব্দের ৫ই আগষ্ট
ম্রায়ুক উ
রাজ্যের চতুর্থ রাজা হিসেবে সিংহাসনে বসেন
মিন ডাওলিয়ার ১১ জন রানি ছিল। এর ভিতরে উল্লেখযোগ্য ছিলেন ৩ জন। এঁরা হলেন- সো
পান-ফিয়া, মিন পান হ্লা এবং সো রু সো। এঁদের পুত্ররা ছিলেন-
মিন রান অঙ, ফুয়া সো এবং
থাজাতা। কন্যা ছিলেন সো মি সো।