থাজাতা
Thazata
মুসলমান নাম: আলি শাহ
১৪৬৪-১৫২১ খ্রিষ্টাব্দ।

আরাকান রাজ্য-এর  ম্রায়ুক উ  রাজ্যের ১১তম রাজা। তিনি ছিলেন ম্রায়ুক উ  রাজ্যের চতুর্থ রাজা মিন ডাওলিয়া-র পুত্র। মায়ের নাম ছিল সো রু সো। ১৪৬৪ খ্রিষ্টাব্দের ফেব্রুয়ারি মাসে তাঁর জন্ম হয়েছিল।

১৫১৫ খ্রিষ্টাব্দের জুলাই মাসে মিন সো ও-এর মৃত্যুর পর তিন রাজত্ব লাভ করেন। তাঁর রাজত্বকালের উল্লেখযোগ্য ঘটনা ছিল- রাজপ্রাসাদ ম্রায়ুক উ থেকে ডাইঙ্গকি-ত স্থানান্তরণ এবং আন্ডোথিয়েন বৌদ্ধ মন্দির নির্মাণ। শ্রীলঙ্কা থেকে গৌতম বুদ্ধের দাঁত এনে এই মন্দিরের প্রতিষ্ঠা করা হয়েছিল।

১৫২১ খ্রিষ্টাব্দের এপ্রিল মাসে থাজাতা মৃত্যুবরণ করেন। এরপর এই রাজ্যের রাজা হন
মিন খায়ুং

তাঁর স্ত্রীর নাম ছিল সো নান-হসেত।


সূত্র:

https://en.wikipedia.org/wiki/Thazata