মিনখায়ুং
Min Khaung
১৪৭৭-১৫৩১ খ্রিষ্টাব্দ।
আরাকান রাজ্য-এর  
ম্রায়ুক উ 
 রাজ্যের ১২তম রাজা।
তিনি ছিলেন 
ম্রায়ুক উ রাজ্যের চতুর্থ রাজা
 মিন 
ডাওলিয়া-র পুত্র। মায়ের নাম ছিল সো রু সো। 
১৫২১ খ্রিষ্টাব্দের এপ্রিল মাসে 
থাজাতা মৃত্যুবরণ করেন। এরপর এই রাজ্যের রাজা হন 
মিন খায়ুং। তিনি রাজত্ব লাভের পর, তাঁর ভাইয়ের স্ত্রী সো নান হসেৎ-কে বিবাহ করেন।
 
১৫৩১ খ্রিষ্টাব্দের ২৭শে মে 
মিন বিন 
সিংহাসন দখল করেন।
সূত্র:
https://en.wikipedia.org/wiki/Thazata