১৫৫৪ খ্রিষ্টাব্দে প্রচলিত আরকানি মুদ্রা |
বাংলার প্রতি কৃ্তজ্ঞতা স্বরূপ তিনি আরাকানে বাংলার ইসলামি স্বর্ণমুদ্রা চালু করেছিলেন। গৌড়ের মুসলমানদের অনুকরণে মুদ্রা প্রথার প্রবর্তন হয়। মুদ্রার একপিঠে রাজার মুসলিম নাম ও অভিষেক কাল এবং অপর পিঠে মুসলমানদের কালিমা শরীফ আরবী হরফে লেখা হয়। পরবর্তীতে মিন সো মোনা নতুন মুদ্রা চালু করেন যার একপাশে ছিল বর্মি বর্ণ এবং অপরপাশে ছিল ফার্সি বর্ণ। এই ধারা অনুসরণে আরাকানের রাজার বিভিন্ন সময়ে স্বর্ণমুদ্রা চালু করতেন। ১৫৫৪ খ্রিষ্টাব্দে প্রচলিত এরূপ আরকানি মুদ্রার নমুনা দেওয়া হলো।
মিন সো মোনের তিনজন স্ত্রীর কথা জানা যায়। এঁরা হলেন সো সিৎ, সো পু নাইয়ো এবং সো পাইয়ায়ুক। এই তিন স্ত্রীর গর্ভে জন্মগ্রহণ করেছিল তিন পুত্র ও দুই কন্যা। পুত্ররা হলেন- মিন কায়য়ো, মিন মানাদাত এবং মিন মোন থিন। কন্যারা ছিলেন- সো পু শোউই এবং সো পিয়ো।
সূত্র: