শ্রীচন্দ্র
(রাজত্বকাল ৯৩০-৯৭৫ খ্রিষ্টাব্দ)

দক্ষিণ-পূর্ব বাংলা তথা হরিকেলের চন্দ্রবংশীয় দ্বিতীয় রাজা। তাঁর পিতা ছিলেন হরিকেলের চন্দ্রবংশীয় রাজতন্ত্রের প্রতিষ্ঠাতা ত্রৈলোক্যচন্দ্র। তাঁর সম্পর্কে জানা যায় ময়নামতি ও মৌলবীবাজারে প্রাপ্ত তাম্রলিপিতে। তিনি আসামের কামরূপ রাজ্য আক্রমণ করে জয়ী হন। সেই সাথে বঙ্গ এবং সমতট নাম জনপদে আধিপত্য বজায় রাখতে সক্ষম হয়েছিলেন। এই সময় পাল রাজ্যের আক্রমণ প্রতিহত করতে সক্ষম হয়েছিলেন। তিনি তাঁর রাজধানী দেবপর্বত থেকে বিক্রমপুরে স্থানান্তরিত করেছিলেন।

শ্রীচন্দ্র পরে তাঁর পুত্র কল্যাণচন্দ্র রাজত্ব লাভ করেছিলেন ৯৭৫ খ্রিষ্টাব্দে। তিনি রাজত্ব করেছিলেন ১০০০ খ্রিষ্টাব্দ পর্যন্ত। কল্যাণচন্দ্রের
পুত্র লাদাহ চন্দ্র  ১০০০ থেকে ১০২০ খ্রিষ্টাব্দ পর্যন্ত রাজত্ব করেন। এরপর তাঁর পুত্র
গোবিন্দচন্দ্র ছিলেন চন্দ্রবংশের শেষ রাজা। তাঁর রাজত্বকাল ছিল ১০২০-১০৪৫ খ্রিষ্টাব্দ পর্যন্ত। তাঁর রাজত্বের সময় চোলরাজ রাজেন্দ্র চোল ও কলচুরিরাজ কর্ণ বঙ্গ আক্রমণ করেন। এই দুই বৈদেশিক আক্রমণ চন্দ্র রাজার ক্ষমতা ক্রমান্বয়ে হ্রাস পেতে থাকে। এবং শেষ পর্যন্ত এই রাজবংশের রাজত্ব বিলুপ্ত হয়ে যায়।

সূত্র: