আবুল ফজল
১৫৫১- ১৬০২ খ্রিষ্টাব্দ
সম্রাট আকবরের রাজদরবারের অন্যতম সভাসদ, যোদ্ধা, লেখক। পুরো নাম- শেখ আবুল ফজল ইবন মুবারক। তিনি আবুল-ফজল, আবুল ফদল ও আবুল ফদল 'আল্লামি নামেও পরিচিত ছিলেন।

১৯৫১ খ্রিষ্টাব্দের ১৪ জানুয়ারি, আগ্রাতে জন্মগ্রহণ করেছিলেন। তাঁর পিতা ছিলেন আরব বংশোদ্ভূত শেখ মুবারক এবং মা ছিলেন পারশিক। শেখ মুবারক অত্যন্ত জ্ঞানী ব্যক্তি হিসেবে সম্রাট আকবরের রাজসভায় স্থান পেয়েছিলেন।

আবুল ফজল ছিলেন পিতা-মাতার দুই সন্তানের মধ্যে কনিষ্ঠ। তাঁর অপর ভাইয়ের নাম ছিল শেখ আবুল ফৈজ। ফৈজ অত্যন্ত জ্ঞানী ব্যক্তি হিসেবে সম্রাট আকবরের রাজসভায় স্থান পেয়েছিলেন। পরে এঁরই প্রচেষ্টায় আবুল ফজল ১৫৭৫ খ্রিষ্টাব্দে সম্রাট আকবরের সুনজরে আসেন। নিজ প্রতিভার গুণে তিনি স্বল্প সময়ের মধ্যে সম্রাট আকবরের প্রিয় পাত্র হয়ে ওঠেন। শেষ পর্যন্ত তিনি পাঁচ হাজারি মনসবদারের পদ লাভ করে,  প্রধানমন্ত্রীর পদ লাভ করেন।

আবুল ফজল যুবরাজ সেলিমের (সম্রাট জাহাঙ্গীর)-এর সিংহাসনে আরোহণের বিরোধিতা করেছিলেন। এই কারণে তিনি সেলিমের শত্রুতে পরিণত হন। দাক্ষিণ্যাত্যের এক যুদ্ধে সম্রাট তাঁকে প্রেরণ করেছিলেন। সেখান থেকে বিজয়ী হয়ে ফেরার পথে, সেলিমের যড়যন্ত্রে নারওয়ারের নিকট সরাই বীর ও অন্ত্রীর মধ্যবর্তী কোনো এক স্থানে বীর সিংহ বুন্দেলার হস্তে তিনি নিহত হন। পরে তাঁর ছিন্ন মস্তক এলাহাবাদে সেলিমের নিকট পাঠানো হয়েছিল। আবুল ফজলকে অন্ত্রীতে সমাধিস্থ করা হয়। তাঁকে হত্যা করা হয়েছিল ১৫০২ খ্রিষ্টাব্দের ১২ আগষ্ট।

আবুল ফজলের গ্রন্থাবলি
সূত্র: