আকলিমা
Aclima
আদম আঃহাওয়ার আঃ প্রথম কন্যা সন্তান এবং প্রথম পুত্র কয়িনের (কাবিল) এর জমজ বোন। অন্যান্য নাম আওয়ান,কাইনান, কাল্মানা, লুলুওয়া।

আদম আঃ সকল কন্যাদের মধ্যে আকলিমা ছিলেন সবচেয়ে সুন্দরী। ইহুদী এবং ইসলামিক কাহিনিতে পাওয়া যায়, আদম এঁর সাথে তাঁর পুত্র আবেল হাবিলের বিবাহ স্থির করেছিলেন। 

অন্যদিকে আদম আঃ -এর অন্য কন্যা সাথে আদমের প্রথম পুত্র কাবিলের বিবাহ স্থির হয়েছিল। কিন্তু কাবিল পছন্দ করতেন আকলিমাকে। ইহুদি লেখকদের অনেকের মতে, হাবিল এবং কাবিলের মধ্যে দ্বন্দ্ব ছিল আকলিমাকে নিয়ে।
ইহুদীদের ধর্মগ্রন্থ তোরাহের (Tanakha) -এর Genesis, (আদিপুস্তক। ৪:১৭)-এর মতে-কাবিল নোদ দেশে চলে যান। সাথে গিয়েছিল তাঁর জমজ বোন আকলিমা (আওয়ান)। কাবিল তাঁকে স্ত্রী হিসেবে গ্রহণ করেন। এঁদের পুত্রের নাম ছিল এনোখ
(Enoch)-এর জন্ম হয়।  

বিভিন্ন গ্রন্থাদিতে আকলিমা নানা নামে পরিচিতা হয়েছিলেন। যেমন-

সূত্র :