লামেখের দুটি স্ত্রী গ্রহণ করেছিলে। প্রথম স্ত্রীর নাম আদা। দ্বিতীয় স্ত্রীর নাম সিল্লা। তিনি দুটি মানুষকে হত্যা করেছিলেন। এই হত্যার কারণ হিসেবে তিনি তাঁর স্ত্রীদের বলেছিলেন- দুটি মানুষ তাঁকে জখম করেছিল, তাই তিনি তাঁদের হত্যা করেছিলেন। সম্ভবত এই দুটি হত্যার জন্য নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। তাই তিনি ঘোষণা দিয়েছিলেন যেম- কাবিলকে হত্যা করলে হত্যাকারী সাত গুণ বেশি শাস্তি পাবে, কিন্তু তাঁকে (লামেখ) হত্যা করলে চৌদ্দগুণ বেশি শাস্তি পাবে
সূত্র :
Hebru-English Tanakh/The Jewish Bible/Varda Books. 2009
পবিত্র বাইবেল/পুরাতন ও নতুন নিয়ম। বাংলাদেশ বাইবেল সোসাইটী ঢাকা
পবিত্র
কোরআনুল করীম। অনুবাদ মাওলানা মুহিউদ্দীন খান। খাদেমুল- হারানাগিন বাদশা ফাহদ
কোররআন মুদ্রণ প্রকল্প।