আজম শাহ, মোগল সম্রাট
(১৬৫৩-১৭০৭ খ্রিষ্টাব্দ)
 
১৬৫৩ খ্রিষ্টাব্দের ২৮শে জুন জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন সম্রাট আওরঙ্গজেব (১৬৫৮-১৭০৭ খ্রিষ্টাব্দ) তৃতীয় সন্তান। এঁর মা ছিলেন দিলরাস বানু বেগম। এঁর অপর ভাইয়ের নাম ছিল সুলতান মুহাম্মদ আকবর।

আওরঙ্গজেবের মৃত্যুর পর সিংহাসন নিয়ে তাঁর অন্যান্য ভাইদের (মুহাম্মদ সুলতান, বাহাদুর শাহ প্রথম, সুলতান মুহাম্মদ আকবর ও মুহাম্মদ কাম বক্স) সঙ্গে যুদ্ধ হয়। সম্ভবত তিনি ১৭০৭ খ্রিষ্টাব্দের ১৪মার্চ ক্ষমতা দখল করেন। ক্ষমতার দ্বন্দ্বে ৮ই জুন মৃত্যবরণ করেন। এরপরই বাহাদুর শাহ প্রথম ক্ষমতা দখল করেছিলেন।

তিনি দারাহ শিকোহের এক কন্যাকে বিয়ে করেছিলেন।


সূত্র: