আজুরা
Azura আদম আঃ
ও
হাওয়া আঃ এর
দ্বিতীয় কন্যা।
ইহুদীদের ধর্মের আদি গ্রন্থ- জুবলি বাইবেল (The Book of Jubilees)-
এ বলা হয়েছে আজুরা ছিলেন
হেবল- (হাবিল)-এর
জমজ বোন।
আদম আঃ-এর
১৩০ বৎসর বয়সে তাঁর তৃতীয় পুত্রশেথের জন্ম হয়েছিল। ইহুদী ধর্মের প্রাচীন গ্রন্থ 'বুক অফ জুবিলি'-এর মতে
আদমের
কন্যা আজুরা'র সাথে
শেথের বিবাহ হয়েছিল।
শেথ-এর যখন ১০৫ বৎসর বয়স, সে সময়ে
শেথের তাঁর গর্ভে প্রথম পুত্র সন্তান লাভ করেছিলেন।
এই পুত্রের নাম রাখা হয়েছিল এনোশ।