রাশিয়ান অর্থডক্স চার্চ (Church of the Transfiguration of the Savior) -এ সংরক্ষিত ছবি

শেথ
Seth
আদম আঃহাওয়া আঃ-এর তৃতীয় পুত্র সন্তান। আধুনিক খ্রিষ্টীয় পণ্ডিতদের মতে - জুলিয়ান পঞ্জিকা অনুসারে তিনি ৩৮৭৪ খ্রিষ্টপূর্বাব্দে জন্মগ্রহণ করেছিলেন। এবং মৃত্যুবরণ করেছিলেন ২৯৬২ খ্রিষ্টপূর্বাব্দে।

গ্রিক শিল্পী থিয়োফানেস এঁর একটি ছবি অঙ্কন করেছিলেন ১৩৭৮ খ্রিষ্টাব্দে। ছবিটি বর্তমানে রাশিয়ান অর্থডক্স চার্চ
(Church of the Transfiguration of the Savior) -এ সংরক্ষিত আছে।

ইহুদীদের ধর্মগ্রন্থ তোরাহের (
Tanakha) -এর Genesis, (আদিপুস্তক। ৪:২৫, ৫.৩)-এর মতে- আদম আদম আঃ -এর ১৩০ বৎসর বয়সে শেথের জন্ম হয়েছিল। উল্লেখ্য আদম আঃ প্রথম পুত্র কাবিল, তাঁর দ্বিতীয় পুত্র হাবিলকে হত্যা করেছিল। পরে কাবিল দেশান্তরিত হন। শেথ-এর জন্মের পর আদম আঃ মনে করেছিলেন যে- সদাপ্রভু হাবিলের মৃত্যুর কারণে শেথকে দান করেছিলেন।

ইহুদী ধর্মের প্রাচীন গ্রন্থ 'বুক অফ জুবিলি'-এর মতে আদম আঃ অপর কন্যা আজুরা'র সাথে শেথের বিবাহ হয়েছিল।
শেথ তাঁর ১০৫ বৎসর বয়সে পুত্র সন্তান লাভ করেছিলেন। এঁর নাম ছিল এনোশ।

শেথের অধস্তন বংশলিতিকা
ইহুদীদের ধর্মগ্রন্থ তোরাহের (
Tanakha) -এর Genesis, (আদিপুস্তক) -এর ৫ম অধ্যায়ের শেষে শেথের অধস্তন সন্তানদের তালিকা পাওয়া যায়। তবে এতে স্ত্রীদের নাম পাওয়া যায়। ইহুদীদের ধর্মের আদি গ্রন্থ- জুবলি বাইবেল (The Book of Jubilees) - এর টীকায় এঁদের স্ত্রীদের নাম উল্লেখ আছে। উভয় পুস্তকের পাঠ অনুসরণে নিচের তালিকা দেওয়া হলো- ইহুদী ও খ্রিষ্টান ধর্মাবলম্বীদের গ্রন্থগুলোতে স্ত্রীদের নামের ভিন্নতা লক্ষা করা যায়। মুসলমান ঐতিহাসিক ইবনে ইসাক-এর আল্ তাবারির গ্রন্থে জুবলি টীকার নামের সাথে মিল পাওয়া যায়।

সূত্র :