১৯৩০ খ্রিষ্টাব্দে Ždan Dementʹev এর অঙ্কিত প্রতিকৃতি

এনোশ
Enosh
ইহুদি, খ্রিষ্টান এবং ইসলাম ধর্মাবলম্বীদের মতে আদম আঃ প্রথম পুত্র শেথ-এর প্রথম সন্তান। তাঁর মা আজুরা'র ছিলেন আদম আঃ -এর কন্যা। ইহুদী ধর্মের প্রাচীন গ্রন্থ 'বুক অফ জুবিলি'-এর মতে আদম আঃ অপর কন্যা আজুরা'র সাথে শেথের বিবাহ হয়েছিল।

শেথ তাঁর ১০৫ বৎসর বয়সে এনোশের জন্ম হয়েছিল।  এঁর স্ত্রীর নাম ছিল নোয়াম। তাঁর ৯০ বৎসর বয়সে তাঁর প্রথম পুত্র কেনানের জন্ম হয়েছিল। তিনি এনোশ ছাড়াও তিনি আরও সন্তানাদির পিতা ছিলেন। তিনি ৯০৫ বছর জীবিত ছিলেন।

ইসলাম ধর্মে এনোশকে নবী হিসবে মান্য করা হয়।


সূত্র :