বেদারউদ্দিন আহমদ
(
১৯২৭-১৯৯৮ খ্রিষ্টাব্দ)
সঙ্গীতের শিল্পী, বুলবুল ললিতকলা একাডেমির অন্যতম প্রতিষ্ঠাতা।

১৯২৭ খ্রিষ্টাব্দের ১৫ মার্চ তৎকালীন ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির (বর্তমান বাংলাদেশ) বগুড়া জেলার শেরপুরে (বর্তমান উপজেলা) জন্মগ্রহণ করেন। পিতার নাম মোহাম্মদ মহিরউদ্দিন এবং মাতার নাম নেকজাহান বেগম।

বেদারউদ্দীন প্রথমে হারমোনিয়ামের পাঠ গ্রহণ করেছিলেন গৌরচন্দ্র ঘোষের কাছে। পরে তিনি কণ্ঠসঙ্গীতে আগ্রহী ওঠেন।

১৯৪০ সালে তিনি উত্তরবঙ্গ সঙ্গীত প্রতিযোগিতায় ছোটদের মধ্যে প্রথম হন।

১৯৪২ খ্রিষ্টাব্দে তিনি সং পাবলিসিটি বিভাগে চাকরিতে যোগদান করেন। কলাম্বিয়া ও এইচএমভি গ্রামোফোন কোম্পানি থেকে তার গাওয়া গানের রেকর্ড বের হলে তিনি সঙ্গীতশিল্পী হিসেবে খ্যাতি লাভ করেন। কলকাতা বেতার কেন্দ্র থেকে তিনি নিয়মিত সঙ্গীত পরিবেশন করতেন।

১৯৪৭ খ্রিষ্টাব্দে পাক-ভারত বিভাজনের পর তিনি তদানীন্তন পূর্ব-পাকিস্তানে চলে আসেন এবং ঢাকা বেতার কেন্দ্রে কণ্ঠসঙ্গীত-শিল্পী হিসেবে যোগ দান করেন।

১৯৫৫ খ্রিষ্টাব্দে বুলবুল ললিতকলা একাডেমি প্রতিষ্ঠার অন্যতম উদ্যোক্তা ছিলেন। তিনি দীর্ঘদিন এই প্রতিষ্ঠানের অধ্যক্ষের দায়িত্ব পালন করেন।

১৯৯৮ খ্রিষ্টাব্দের ১৩ জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে মৃত্যুবরণ করেন। তাঁকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হয়।

সম্মাননা