বিষ্ণুসিংহ
(রাজত্বকাল ৫৭৫-৬০০ খ্রিষ্টাব্দ)
পল্লব রাজবংশ  রাজবংশের রাজা।

পল্লব রাজবংশের ধারাবহিকতায় বিষ্ণুসিংহ ৫৭৫ খ্রিষ্টাব্দে পল্লব রাজ্যের সিংহাসন লাভ করেছিলেন। তাঁর পূর্বের রাজা সম্পর্কে বিশেষ কিছু জানা যায় না।

বিষ্ণুসিংহ একটি শক্তিশালী সেনাবাহিনী গঠন করে, রাজ্য সম্প্রসারণে মনোযোগ দেন। তিনি প্রথম চোল রাজ্যের কালভ্র অঞ্চল দখল করে, দক্ষিণ ভারতের তামিল ভাষাভাষী অঞ্চলে শান্তি স্থাপন করেন। পরে চোলমণ্ডল অধিকার করেন। এই দুটি যুদ্ধের পর বিষ্ণুসিংহ তাঁর সেনাবাহিনীকে আরও শক্তিশালী করার সুযোগ লাভ করেন। এরপর তিনি সিংহলে আক্রমণ করে সিংহলে অংশবিশেষ দখল করে নেন। ক্রমাগত সাফল্য লাভের সূত্রে তিনি কৃষ্ণা থেকে কাবেরী নদী পর্যন্ত বিশাল ভূভাগের অধিকারী হন। ৬০০ খ্রিষ্টাব্দে তাঁর মৃত্যুর পর, তাঁর পুত্র মহেন্দ্রবর্মণ (প্রথম) সিংহাসন লাভ করেন।


সূত্র: