কোর্নেলিয়া (সুল্লা কন্যা)
ইংরেজি : Cornelia

প্রখ্যাত রোমান সেনাপতি  লুসিকাস কোর্নেলিয়াস সুল্লা'র কন্যা। খ্রিষ্টপূর্ব ১০৯ অব্দে জন্মগ্রহণ করেন। এঁর মা ছিলেন সুল্লা'র প্রথম স্ত্রী ইলিয়া (Ilia)। ইনি সুল্লা'র দ্বিতীয় স্ত্রী ঈলিয়া (Aelia)-র কাছে প্রতিপালিত হন। এঁর অপর একটি ভাই ছিল। এর নাম ছিল Lucius Cornelius। এই ভাইটি অল্প বয়সে মারা যায়। এই সন্তানটির মৃত্যুর পর সুল্লা দ্বিতীয় স্ত্রী ঈলিয়াকে পরিত্যাগ করেন। এরপর কোর্নেলিয়া একাকী বড় হয়ে উঠেন।

 

খ্রিষ্টপূর্ব ৮৮ অব্দে তাঁর সাথে কুইন্টিস পোম্পেইয়ুসের (Quintus Pompeius) বিয়ে হয়। এঁদের দুটি সন্তান জন্মগ্রহণ করে। এঁদের কন্যা পম্পেইয়া (Pompeia)-র সাথে জুলিয়াস সিজারের বিবাহ হয়েছিল। অপর পুত্র সন্তানের নাম রাখা হয়েছিল পিতার নামে। অর্থাৎ ইতিহাসে কুইন্টিস পোম্পেইয়ুসের (Quintus Pompeius) নামে পিতা-পুত্র উভয় নামেই পরিচিত হয়ে থাকেন।

একটি দাঙ্গায় তাঁর স্বামী মৃত্যুবরণ করেন। এরপর তাঁর বিবাহ হয়
Mamercus Aemilius Lepidus Livianus- নামক জনৈক অভিজাত ব্যাক্তির সাথে।  খ্রিষ্টপূর্ব  ৮৬ অব্দে সুল্লা যখন এশিয়া মাইনরে যুদ্ধরত ছিলেন, তখন গাইয়ুস মারিয়াস সুল্লার প্রথমা স্ত্রীর কন্যা কোর্নেলিয়াকে তাঁর স্বামী-সহ বাড়ি থেকে বিতারিত করেন। এরপর এঁরা সুল্লার এস্টেটের নিরাপত্তা রক্ষীর কাছে থাকেন। খ্রিষ্টপূর্ব ৮১ অব্দে এঁরা রোমে সুল্লার কাছে ফিরে আসেন। এর কিছুদিন পর সুল্লার তৃতীয় স্ত্রী ক্লোয়েলিয়া (Cloelia) মৃত্যুবরণ করেন। অনেকের মতে সুল্লা তাঁকে পরিত্যাগ করেন। এই সময় কোর্নেলিয়া পিতার সেবা করতে থাকেন। এরপর খ্রিষ্টপূর্ব ৮০ অব্দের দিকে ভ্যালেরিয়া মেস্সালা (Valeria Messala)-কে বিয়ে করেন। খ্রিষ্টপূর্ব ৭৮ খ্রিষ্টাব্দে সুল্লা মৃত্যুবরণ করেন। এরপর রোমে সম্মানিতা মহিলার মর্যাদায় বসবাস করতে থাকেন। এরপর তিনি ঠিক কত অব্দে মৃত্যুবরণ করেন, তা জানা যায় না।


 

সূত্র :
http://en.wikipedia.org/wiki/Cornelia_Sulla