ঘটোৎকচ
ভারতবর্ষের
গুপ্তরাজবংশের দ্বিতীয় রাজা।
গুপ্তরাজবংশের প্রতিষ্ঠাতা রাজা
শ্রীগুপ্ত (২৪০-২৮০
খ্রিষ্টাব্দ)-এর মৃত্যর পর, ২৮০ খ্রিষ্টাব্দে তিনি রাজা হন। তাঁর রাজত্বকালের কোনো
উল্লেখযোগ্য বিবরণ পাওয়া যায় না। দ্বিতীয় চন্দ্রগুপ্তের কন্যা প্রভাবতী গুপ্তের
তাম্র অনুশাসনে এই রাজাকে মহারাজ হিসেবে উল্লেখ করেছিলেন। সম্ভবত বংশের গৌরব
প্রকাশের জন্য তিনি মহারাজ শব্দটি ব্যবহার করেছিলেন। ধারণা করা হয়, তিনি
শ্রীগুপ্ত-এর রেখে
যাওয়া রাজ্যকে সমৃদ্ধ করেছিলেন এবং স্থানীয় কোনো কোনো ক্ষুদ্র রাজ্যকে অধিকারে আনতে
সক্ষম হয়েছিলেন। ৩২০ খ্রিষ্টাব্দে তাঁর মৃত্যু হয়। এরপর গুপ্তসিংহাসনে বসেন তাঁর
পুত্র চন্দ্রগুপ্ত। ইতিহাসে এই রাজা প্রথম চন্দ্রগুপ্ত নামে অভিহিত হয়ে থাকেন।
সূত্র :
বাংলাদেশের
ইতিহাস (আদিপর্ব)/রমেশচন্দ্র মজুমদার।
ভারতের ইতিহাস । অতুলচন্দ্র রায়, প্রণবকুমার চট্টোপাধ্যায়।