শ্রীগুপ্ত
ভারতবর্ষের
গুপ্তরাজবংশের প্রতিষ্ঠাতা রাজা।
সাতবাহন রাজবংশ-এর
(খ্রিষ্টপূর্ব ২৭ থেকে ১৯৬ খ্রিষ্টাব্দ) পতনের পর, কোনো প্রায় ৫০ বৎসর ছোটো ছোটো
স্থানীয় রাজারা বঙ্গদেশের বিভিন্ন অঞ্চল শাসন করতেন। ২৪০ খ্রিষ্টাব্দের দিকে গুপ্ত
রাজবংশের প্রথম রাজা শ্রীগুপ্ত বঙ্গদেশের কোনো একটি একটি ছোটো রাজ্যের রাজা ছিলেন।
সূত্র :
দ্বিতীয় চন্দ্রগুপ্তের কন্যা প্রভাবতী গুপ্তের তাম্র অনুশাসনে এই রাজাকে মহারাজ
হিসেবে উল্লেখ করেছিলেন। সম্ভবত বংশের গৌরব প্রকাশের জন্য তিনি মহারাজ শব্দটি
ব্যবহার করেছিলেন। ২৮০ খ্রিষ্টাব্দে তাঁর মৃত্যু হয়। এরপরে তাঁর পুত্র
ঘটোৎকচ রাজ
হন।
বাংলাদেশের
ইতিহাস (আদিপর্ব)/রমেশচন্দ্র মজুমদার।
ভারতের ইতিহাস । অতুলচন্দ্র রায়, প্রণবকুমার চট্টোপাধ্যায়।