গোকুল
নাগ
(১৯০৬-১৯৮৩ খ্রিষ্টাব্দ )
বিষ্ণুপুর ঘরানার অন্যতম সঙ্গীতজ্ঞ সেতার শিল্পী
তিনি ছিলেন
রামপ্রসন্ন
বন্দ্যোপাধ্যায়ের
অন্যতম শিষ্য। সেতার শিল্পী হিসেবে তাঁর সুখ্যতি থাকলেও-
ধ্রুপদ, খেয়াল, বীণা, সুরবাহার, এসরাজ, সেতার, সরোদ, তবলা, তবলা তরঙ্গ, হারমোনিয়াম, জলতরঙ্গ, নাস্তরঙ্গ, কস্তুরতরঙ্গ (কাঠের তৈরি) ইত্যাদি
বাদনে ছিল তাঁর অনায়াস
দক্ষতা।
তাঁর সঙ্গীতচর্চার ক্ষেত্র ছিল উত্তরপাড়ার জমিদার বাড়ি। এখানে তিনি সেতার
পরিবেশনের পাশাপাশি শিশুদের সঙ্গীতশিক্ষক হিসেবে কণ্ঠসঙ্গীত এবং বাদ্যযন্ত্রের
শিক্ষা দিতেন। তাঁর গুণের কথা শুন বিখ্যাত নৃত্যশিল্পী উদয় শঙ্কর উত্তরপাড়া গিয়েছিলেন এবং তার বাজনা শুনে মোহিত হয়ে অনুরোধ করেছিলেন, "দয়া করে আমার দলে সঙ্গীত রচয়িতা হিসাবে যোগদান করুন।" ১৯৩৪ থেকে ১৯৩৬ এই তিন বছর তিনি উদয়শঙ্করের নৃত্যগোষ্ঠীর সাথে সারা ভারত পরিক্রমা করেন।
এই সময় তিনি কিশোর রবিশঙ্করকে সেতারে তালিম দেন।
তাঁর সুযোগ্য পুত্র মণিলাল নাগ সেতার শিল্পী হিসেবে সুখ্যাতি লাভ করেছিলেন।