গোপাল তৃতীয়
রামচরিতের বর্ণনা অনুসারে তিনি শত্রুর সঙ্গে
যুদ্ধে মৃত্যুবরণ করেন। সম্ভবত ১১৪৪ খ্রিষ্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন। এরপর রাজা
হন, তাঁর পুত্র মদনপাল।
অনেকে মনে করেন তৃতীয় গোপাল অল্পবয়সেই রাজ্যভার গ্রহণ করেন। কিন্তু অল্পদিনের
মধ্যেই তাঁকে হত্যা করে তার পিতৃব্য মদনপাল রাজা হন। সন্ধ্যাকর নন্দী কুমারপাল ও
তৃতীয় গোপাল সম্পর্কে তাঁর রামচরিতে শুধুমাত্র একটি শ্লোক বরাদ্দ করেছেন। অবশ্য
সন্ধ্যাকর নন্দীর প্রধান উদ্দেশ্য রামপালের বরেন্দ্র পুনরুদ্ধার বর্ণনা করা।
বংশতালিকা বর্ণনা তাঁর উদ্দেশ্য ছিল না।
সূত্র :
বাংলাদেশের
ইতিহাস/রমেশচন্দ্র মজুমদার।
ভারতের ইতিহাস । অতুলচন্দ্র রায়, প্রণবকুমার চট্টোপাধ্যায়।