ইব্রাহিম আঃ
ইহুদি, খ্রিষ্টান ও ইসলাম ধর্মাবলম্বীদের কাছে সম্মানিত নবি। তিনি ইসলাম ধর্মের একজন গুরুত্বপূর্ণ নবি ( সৃষ্টিকর্তার সাথে তাদের প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যোগাযোগ বা বার্তা বিনিময় হয়েছে) ও রাসূল (আল্লাহ্‌'র প্রেরিত বার্তাবাহী ব্যক্তিত্ব, যিনি আল্লাহ্‌র কাছ থেকে পুস্তক প্রাপ্ত হয়েছেন)। ইসলাম ধর্মে এই নবির সম্মানার্থে- বলা হয়- হযরত ইব্রাহিম আলাইহি সালাম। এর সংক্ষিপ্ত লিখিত রূপ হযরত ইব্রাহিম আঃ।

ইহুদি ধর্মের অনুসরণীয় গ্রন্থ তোরাহের (
Tanakha) -এর Genesis, (আদিপুস্তক)- ১১: ২৬ থেকে ২৫: ১১ পর্যন্ত আব্রাম (Abram) নামে এই নবির বিবরণ লিপিবদ্ধ করা হয়েছে। খ্রিষ্টধর্মের অনুসরণীয় গ্রন্থ বাইবেলের আদিপুস্তকে তোরাহের কাহিনিটিই গৃহীত হয়েছে। ইসলামধর্মের অনুসরণীয় গ্রন্থ আল্ কোরআনে এই নবীর কাহিনি বিভিন্ন সুরায় প্রসঙ্গক্রমে এসেছে। এই প্রসঙ্গ অনুসরণ করে এই নবির পূর্ণ জীবনী পাওয়া যায় না।

উল্লেখিত তিনটি ধর্মগ্রন্থ অনুসারে ইব্রাহিম (আঃ) সম্পর্কে যা জানা যায়, তা হলো-