হারান
প্রাচীন এখন দক্ষিণ-পূর্ব
তুরস্কের
একটি নগরী। বর্তমানে এটি উরফা থেকে ২৪ মাইল (৩৮ কিমি) দক্ষিণ-পূর্বে বালিখ নদীর তীরে অবস্থিত।
আসিরিয়ান সাম্রাজ্যের নিনেভেহ শহর থেকে এবং কারচেমিশ যাওয়ার পথে এই নগরীটির অবস্থান ছিল।
আসিরিয়ান রাজাদের কাছে এই নগরীর প্রধান দেবতা ছিলেন চন্দ্র দেবতা।
ইহুদি ধর্মের অনুসরণীয় গ্রন্থ তোরাহের (Tanakha
)
-এর
Genesis,
(আদিপুস্তক)-
১১: ২৬ থেকে ২৫: ১১ পর্যন্ত আব্রাম
(ইব্রাহিম
আঃ)-এর বিবরণ
পাওয়া যায়। এই
বিবরণ থেকে জানা যায়- তোরাহ (আঃ)-এর তিন পুত্র ছিলেন আব্রাহাম, নাহোর ও হারান।
হারান তাঁর দুই কন্যার জন্ম দেওয়ার
উর
নগরীতে মৃত্যবরণ করেন। এই দুই কন্যার নাম ছিল মিল্কা এবং ইস্কা। তাঁর অপর
পুত্রের নাম ছিল লোট। নাহোর তাঁর ভাইয়ের মেয়ে মিল্কাকে বিবাহ করেছিলেন। অন্যদিকে ইব্রাহিম (আঃ) বিবাহ করলেন সারাহ নামক এক কন্যাকে।
উল্লেখ্য এই সময় ইব্রাহিম (আঃ)-এর কোনো সন্তান জন্মগ্রহণ করেন নি। একদিন তোরাহ (আঃ) হারান-এর
পুত্র লোট এবং ইব্রাহিম (আঃ) এবং তাঁর স্ত্রীকে নিয়ে উর নগরী ত্যাগ করে- কনান
দেশে আসেন এবং সেখান থেকে হারান নগরীতে এসে বসবাস শুরু করেন। এখানে তোরাহ (আঃ)-এর
মৃত্যু হয়।
একদিন সদাপ্রভু ইব্রাহিম (আঃ)-কে
এই দেশ ত্যাগ করার আদেশ দিলেন। এবং বললেন যে, তিনি তাঁকে এমন একটি দেশ প্রদান
করবেন, যেখানে ইব্রাহিম (আঃ)-এর থেকে মহান জাতির উদ্ভব হবে। এই আদেশের পরে লোট
ও সারাহ এবং তার সহকারীদের সাথে নিয়ে ইব্রাহিম (আঃ) হারান ত্যাগ করে কনান
দেশে চলে আসেন।
সূত্র:
- Genesis,
11:26-25:11. Hebrew-English
Tanakha, The Jewish Bible. Varda Books. 2009, page 19-45
- আদি পুস্তক। ১১:২৬-
২৫-১১। পবিত্র বাইবেল। পুরাতন ও নূতন নিয়ম। বাংলাদেশ বাইবেল সোসাইটী ঢাকা।
পৃষ্ঠা: ১৪-৩৪