আইভি রহমান
পুরো নাম জেবুন্নেসা আইভি।
বাংলাদেশ আওয়ামী লীগের একজন সক্রিয় সদস্য। বাংলাদেশের ১৮তম রাষ্ট্রপতি জিল্লুর রহমান
-এর স্ত্রী।

১৯৪৪ খ্রিষ্টাব্দের ৭ জুলাই, কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার চণ্ডীবর গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা জালাল উদঈনা উদ্দিন আহমেদ ঢাকা কলেজের অধ্যক্ষ ছিলেন এবং  মা হাসিনা বেগম গৃহিণী ছিলেন। আট বোন ও চার ভাইয়ের মধ্য তিনি ছিলেন পঞ্চম।

তাঁর প্রাথমিক শিক্ষা শুরু হয়েছিল ভৈরব থানার অন্তর্গত একটি বিদ্যালয়ে সম্পন্ন হয়। পরবর্তী সময়ে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় বি.এ (অনার্স) ডিগ্রী লাভ করেন৷

১৯৫৮ খ্রিষ্টাব্দের ২৭ জুন  জিল্লুর রহমান
-এর সাথে তাঁর বিবাহ হয়। এই সময় তিনি নবম শ্রেণির ছাত্রী ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অবস্থায়, স্বামী  জিল্লুর রহমান-এর অনুপ্রেরণায় তিনি আওয়ামী লীগ-এর রাজনীতির সাথে যুক্ত হন।

১৯৬৯ খ্রিষ্টাব্দে তিনি মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন।

১৯৭১ সালে বঙ্গবন্ধুর নির্দেশে বেগম সাজেদা চৌধুরীর নেতৃত্বে তিনি রাইফেল ও ফাস্ট-এইড ট্রেনিং নেন এবং অন্যান্য মহিলাদেরকেও ট্রেনিং দেন৷১৯৭১ খ্রিষ্টাব্দে স্বাধীনতা যুদ্ধের সময়,  মুক্তিযোদ্ধাদের মনোবল ও উদ্যম সৃষ্টির লক্ষ্যে তিনি জয়বাংলা রেডিওতে নিয়মিত কথিকা পাঠ করতেন৷

১৯৭৫ খ্রিষ্টাব্দে তিনি জাতীয় মহিলা আওয়ামী লীগের নেত্রী হন।
১৯৭৮ খ্রিষ্টাব্দে তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মহিলা বিষয়ক সম্পাদিকা নির্বাচিতা হন।
১৯৮০ খ্রিষ্টাব্দে তিনি এই সংগঠনের সভানেত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
১৯৯৬ থেকে ২০০১ খ্রিষ্টাব্দ পর্যন্ত তিনি একাধারে মহিলা সংস্থা ও জাতীয় মহিলা সমিতির সভানেত্রী ছিলেন।

২০০৪ খ্রিষ্টাব্দের ২১ আগস্ট রাজধানী ঢাকার বঙ্গবন্ধু এভিনিউয়ে
আওয়ামী লীগ সমাবেশে গ্রেনেড হামলায় তিনি গুরুতর আহত হন। ২০০৪ খ্রিষ্টাব্দের ২৪ আগস্ট, রাত ২টায় তিনি মৃত্যুবরণ করেন।

সম্মাননা
মুক্তিযুদ্ধ এবং সমাজসেবার ক্ষেত্রে অনন্য ও গৌরবোজ্জ্বল ভূমিকা রাখার জন্য আইভি রহমান-কে স্বাধীনতা দিবস পুরস্কার-২০০৯ (মরণোত্তর) প্রদান করা হয়৷  জিল্লুর রহমান মহিলা কলেজের নির্মাণাধীন ছাত্রীনিবাস, ঢাকা-সিলেট মহাসড়কে তোরণ ও নামফলক তাঁর নামে নামাঙ্কিত হয়েছে।

পরিবার
স্বামী :  জিল্লুর রহমান। (বাংলাদেশের ১৮তম রাষ্ট্রপতি)
সন্তান : নাজমুল হাসান প্রাপন (পুত্র)
          তানিয়া, ময়না (কন্যা)


সূত্র :
শিশু-বিশ্বকোষ। দ্বিতীয় খণ্ড। বাংলাদেশ শিশু একাডেমী। জুলাই ১৯৯৬।
বাংলাপেডিয়া:
http://www.banglapedia.org/httpdocs/HTB/101797.htm
http://en.wikipedia.org/wiki/Ziaur_Rahman