 ইয়াছিন 
খান
ইয়াছিন 
খান
সেনীয়া-মাইহার ঘরানার সেতার শিল্পী।
১৯৩০ খ্রিষ্টাব্দের ১৫ই ফেব্রুয়ারি, ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত নবীনগর থানার 
শিবপুর নামক গ্রামে জন্মগ্রহণ করেন। পিতার নাম লতিফ রসুল। 
মাতার নাম কামেনুল নেছা। 
১০ বৎসর বয়সে তিনি তাঁর বড় ভাই 
ফুলঝিরী খানের
কাছে তবলা শিক্ষা শুরু করেন। পাঁচ বৎসর তাঁর কাছে তালিম নেওয়ার পর, তিনি তাঁর কাছে 
সেতার শেখেন। এরপর প্রায় দশ বৎসর তিনি  
ওস্তাদ আয়েত আলী খান 
ও ওস্তাদ আবেদ আলী খানের কাছে সেতার শেখেন।
১৯৫৫ খ্রিষ্টাব্দে তিনি তদানীন্তন রেডিও 
পাকিস্তানে সেতার শিল্পী হিসেবে যোগদান করেন।
১৯৬৬ খ্রিষ্টাব্দে তিনি রেডিওর চাকরি ছেড়ে দিয়ে তদানীন্তন পিআইএ একাডেমিতে সেতার 
বাদকের চাকরি নিয়ে করাচি যান।
১৯৭০ খ্রিষ্টাব্দে তিনি ঢাকা বেতারকেন্দ্রে বাণিজ্যিক বিভাগে সেতার শিল্পী হিসেবে 
যোগদান করেন।
১৯৭১ খ্রিষ্টাব্দে বাংলাদেশ বেতারের সাথে যুক্ত থাকেন। পরে 
তিনি বাংলাদেশের সরকারী 
সাংস্কৃতিক দলের সাথে  চীন, হংকং, থাইল্যান্ড ও পাকিস্তান সফর করেন।
১৯৮৫ খ্রিষ্টাব্দে তিনি দ্বিতীয় সাফ গেমস অনুইষ্ঠানে যন্ত্রশিল্পী হিসেবে অংশগ্রহণ 
করেন।
১৯৯৪ খ্রিষ্টাব্দে বাংলাদেশ শিল্পকলা একাডেমি, তাঁকে গুণিজন সংবর্ধনা দেন। এই বৎসরে 
তিনি ব্রিটেনের হাউজ অব কমন-এ একক সঙ্গীত পরিবেশন করে ভূয়সী প্রসংশা অর্জন করেন।
 
তথ্যসূত্র :