ক্ষিতীন্দ্রনাথ ঠাকুর
১৮৬৯-১৯৩৭ খ্রিষ্টাব্দ
আদি ব্রাহ্মসমাজের কর্মী, সংস্কৃত পণ্ডিত এবং বিশিষ্ট লেখক, সঙ্গীতশিল্পী, সুরকার।

১৮৬৯ খ্রি ষ্টাব্দের ২৪শে সেপ্টেম্বর ব্রিটিশ ভারতের অধুনা কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে জন্মগ্রহণ করেন । তাঁর পিতাছিলেন পিতা রবীন্দ্রনাথ ঠাকুরের সেজোদাদা হেমেন্দ্রনাথ ঠাকুর। মায়ের নাম নীপময়ী দেবী।

তিনি সংস্কৃত কলেজে এবং প্রেসিডেন্সি কলেজে শিক্ষালাভ করেন।  সংস্কৃত ভাষায় বিশেষ ব্যুৎপত্তির জন্য তিনি তত্ত্বনিধি উপাধি লাভ করেন। তিনি আদি ব্রাহ্মসমাজের কর্মী এবং ব্রাহ্মসমাজের চিৎপুরস্থ মন্দিরের অন্যতম অছি ছিলেন।

১৯১৫ খ্রি ষ্টাব্দ থেকে টানা আট বৎসর তিনি তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদনা করেন। ব্রাহ্মসমাজের কাজকর্ম, লেখালেখি ছাড়াও সঙ্গীতচর্চা করতেন তিনি। হবিঃ শীর্ষক গ্রন্থে তাঁর সঙ্গীতচর্চার নিদর্শন পাওয়া যায়।

তিনি বেদমন্দ্র ' ওঁ পিতা নোহসি পিতা নো বোধি ' [তথ্য]    সুরারোপ করেছিলেন।

১৯৩৭ খ্রিষ্টাব্দের ১৭ অক্টোবর তিনি মৃত্যুবরণ করেন।

তাঁর রচিত উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল:
তথ্যসূত্র :