কবীন্দ্র পরমেশ্বর
মধ্যযুগীয় অনুবাদক ও কবি। তাঁর জন্ম-মৃত্যু কাল 
সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। তবে এটুকু জানা যায় যে,
	আলাউদ্দিন 
	হুসেন শাহ 
	(১৪৯৩-১৫১৯ খ্রিষ্টাব্দ)-এর শাসনামলে তিনি তাঁর রচনার কাজ সম্পন্ন করেছিলেন। এই বিচারে বলা 
যায়, তিনি
	আলাউদ্দিন 
	হুসেন শাহ-এর সমসাময়িক ছিলেন। 
আলাউদ্দিন 
	হুসেন শাহের সেনাপতি ছিলেন পরাগল খাঁ। তিনি চট্টগ্রাম বিজয়ের পর ওই 
অঞ্চলের শাসক হিসেবে নিয়োগ পান। পরাগল খাঁ ছিলেন সাহিত্যানুরাগী। তাঁর সভার সভাকবি 
ছিলেন কবীন্দ্র পরমেশ্বর। তাঁর নির্দেশে কবীন্দ্র পরমেশ্বর মহাভারতের অনুবাদ করেন। 
এই অনুবাদের নামকরণ করা হয়েছিল 'পাণ্ডব বিজয়'। পরাগল খাঁর নির্দেশে এই মহাভারতের 
অনুবাদকে অনেকে 'পরাগলী মহাভারত' বলে থাকেন। 
পরে পরাগল খাঁ'র পুত্র ছুটি খাঁ, 
কবি 
শ্রীকর নন্দীকে দিয়ে মহাভারতের অশ্বমেধ পর্বের অনুবাদ করান। 
তবে অনেকে মনে করেন 
শ্রীকর নন্দী এবং কবীন্দ্র পরমেশ্বর একই ব্যক্তি ছিলেন।
কবীন্দ্র পরমেশ্বরের আদেশে 
শঙ্করকিঙ্কর মিশ্র 
১৪৯৭-১৪৯৮ খ্রিষ্টাব্দের ভিতরে রচনা করেছিলেন 'গৌরীমঙ্গল' নামক কাব্য।
সূত্র: