শঙ্করকিঙ্কর মিশ্র
মধ্যযুগীয় গৌরীমঙ্গলের কবি। তাঁর জন্ম-মৃত্যু কাল
সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। তবে
আলাউদ্দিন
হুসেন শাহ
(১৪৯৩-১৫১৯ খ্রিষ্টাব্দ)-এর শাসনামলে তিনি কাব্যরচনা করেছিলেন, এই বিচারে বলা
যায়,
আলাউদ্দিন
হুসেন শাহ-এর সমসাময়িক ছিলেন।
এই কবি তাঁর রচিত গৌরীমঙ্গল কাব্যের ভনিতায় ব্যবহার করেছেন শ্রীকবি শঙ্কর,
কবিচন্দ্র মিশ্র, কবিচন্দ্র, শঙ্করকিঙ্কর। সম্ভবত তিনি উপাধি লাভ করেছিলেন
কবিচন্দ্র, পদবি ছিল মিশ্র। এবং প্রকৃত নাম ছিল শঙ্করকিঙ্কর।
ধারণা করা হয়, ১৪৯৭-৯৮ খ্রিষ্টাব্দের ভিতরে
কবীন্দ্র পরমেশ্বরের
আদেশে এই কাব্যটি রচনা করেছিলেন।
সূত্র: