লালু নন্দলাল
খ্রিষ্টীয় অষ্টাদশ শতাব্দীর কবিয়াল। ধারণা করা হয়, তিনি কবিয়াল রাসু রায়-এর সমসাময়িক ছিলেন।

সম্ভবত তিনি
গোঁজলা গুই-এর শিষ্য ছিলেন। যতদূর জানা যায়, তাঁর একটি কবি গানের দল ছিল। তিনি বহু উৎকৃষ্ট গান রচনা করেছিলেন বলে জনশ্রুতি আছে। তবে এঁর গানের খুব বেশি নমুনা পাওয়া যায় নি।
দুর্গাদাস লাহিড়ি সম্পাদিত বাঙালির গান গ্রন্থে মাত্র ১টি গান পাওয়া যায়।