লোচন দাস
মধ্যযুগীয় বৈষ্ণব পদকর্তা। তাঁর
জন্ম-মৃত্যুর যথার্থ সময় জানা যায় না।
শ্রীচৈতন্যের
মন্ত্রশিষ্য
নরহরি দাসের
(১৪৭৮-১৫৪০ খ্রিষ্টাব্দ)
শিষ্য ছিলেন। এই বিচারে তাঁকে ষোড়শ
শাতাব্দীর পদকর্তা হিসেবে বিবেচনা করা হয়।
যতদূর জানা যায় লোচন দাস বর্ধমানের কোগ্রামে জন্মগ্রহণ করেন। তিনি
'চৈতন্যমঙ্গল' নামক গ্রন্থ রচনা করে খ্যাতি লাভ করেন। এছাড়া তিন গৌরলীলা বিষয়ক
ধামালি পদ রচনা করেও খ্যাতি লাভ করেছিলেন।
সূত্র:
সংসদ বাঙালি চরিতাভিধান, প্রথম খণ্ড (সাহিত্য সংসদ, জানুয়ারি ২০০২)