নরহরি দাস
১৪৭৮-১৫৪০ খ্রিষ্টাব্দ
মধ্যযুগীয় বৈষ্ণব সাহিত্যের নবতর ধারার
প্রবর্তক।
১৪৭৮ খ্রিষ্টাব্দে তিনি বর্ধমানে জন্মগ্রহণ করেন। তিনি জাতিতে ছিলেন বৈদ্য। তাঁর
ভাই মুকুন্দ ছিলেন গৌড়ের রাজদরবারের চিকিৎসক।
নরহরি দাসের সংস্পর্শে এসে,
শ্রীচৈতন্যের
মন্ত্রশিষ্য হন। পরে তিনি
শ্রীচৈতন্যের
সহচর হয়ে বৈষ্ণব ধর্ম প্রচার করেন।
শ্রীচৈতন্যের
মৃত্যুর পর তিনি বৈষ্ণব সাহিত্য ও সঙ্গীত রচনায় মনোনিবেশ করেন। মূলত নতুন আঙ্গিকে
বৈষ্ণব সাহিত্য ও কীর্তনের সূচনা ঘটেছিল নরহরি দাসের রচনার মধ্য দিয়ে। তিনি ছিলেন
গৌরলীলাত্মক কবিতার জনক। এবং তিনিই প্রথম গৌরনিতাই-মূর্তির প্রচলন করেন। তাঁর রচিত
উল্লেখযোগ্য গ্রন্থগুলো হলো- 'ভক্তিচন্দ্রিকা পটল', 'শ্রীকৃষ্ণভজনামৃত',
'ভক্তামৃতাষ্টক', 'নামামৃতসমুদ্র', 'গীতচন্দ্রোদয়' ইত্যাদি। বিখ্যাত পদকর্তা
লোচন দাস
ছিলেন তাঁর শিষ্য।
সূত্র: