প্রাচীন
মেসোপটেমিয়া সভ্যতার
সাহিত্যের নানা সূত্র থেকে জানা যায়- লুগালবান্দা ছিলেন- একজন
সুমেরীয় রাজা। তাঁর স্ত্রী ছিলেন দেবী নিসুন। গিলগামেশ মহাকাব্য থেকে জানা যায়- দেবী নিসুন-এর গর্ভে লুগালবান্দার ঔরসে
গিলগামেশের জন্ম হয়। এই কারণে গিলগামেশের দুই তৃতীয়াংশ
ছিল দেবতার অংশ।
সুমেরীয় রাজতালিকায় লুগালবান্দাকে উরুকের দ্বিতীয় রাজা হিসেবে উল্লেখ করা হয়। এই
রাজ্যের প্রথম রাজা হিসেবে উল্লেখ করা হয়