মদনপাল ও গোবিন্দপাল
তবে পালরাজ্যের উপর চরম আঘাত হানে রাঢ়ের অধিপতি বিজয়সেন । তিনি মদনপালের সেনাবাহিনীকে পরাজিত করে গৌড় দখল করে নেন। একই সময়ে নান্যদেবের পুত্র গাঙ্গেয়দেব উত্তর-বিহার অধিকার করেন। এর ফলে মদনপালের রাজ্য মগধের ভিতরেই সীমিত হয়ে পড়ে।
১১৫২ খ্রিষ্টাব্দের দিকে মদনপাল-এর রাজত্বের পরিসমাপ্তি ঘটে। মদনপাল বাংলা থেকে মগধে আশ্রয় নিয়েছিলেন। এরপর তাঁর বংশের একজন সামন্ত গোবিন্দপাল গয়াতে রাজত্ব করতেন। মদনপালের পর তিনি কিছুদিন মগধে রাজত্ব করেছেন। ১১৬২ খ্রিষ্টাব্দে তিনি বল্লালসেনের কাছে পরাজিত হয়ে পালিয়ে যান। এরপর পাল সাম্রাজ্য চিরতরে বিলুপ্ত হয়ে যায়।
সূত্র :
বাংলাদেশের
ইতিহাস/রমেশচন্দ্র মজুমদার।
ভারতের ইতিহাস । অতুলচন্দ্র রায়, প্রণবকুমার চট্টোপাধ্যায়।