মদনপাল ও গোবিন্দপাল
পাল রাজবংশের অষ্টাদশতম এবং শেষ রাজা১৪৪ খ্রিষ্টাব্দে পাল রাজবংশের সপ্তদশতম রাজা তৃতীয় গোপাল (১১৪০-১১৪৪ খ্রিষ্টাব্দ)-এর মৃত্যুর পরে মদনপাল রাজত্ব লাভ করেন।

তাঁর রাজত্বকালে অভ্যন্তরীণ কোন্দল এবং বিদেশী শত্রুদের আক্রমণে পাল সাম্রাজ্যের ধ্বংস নিশ্চিত হয়ে যায়। অনন্তবর্মণ চোড়গঙ্গের সাথে তাঁর বড় ধরনের যুদ্ধ হয়। এই যুদ্ধে মদনপাল জয়লাভ করেন। কিন্তু এই সময় পাটনা থেকে গাহড়বালরা আক্রমণ করে মুঙ্গের পর্যন্ত দখল করে নেয়। অবশ্য মদনপাল গাহড়বালদের পরাজিত করে, হৃতরাজ্য পুনরুদ্ধার করেন।

তবে পালরাজ্যের উপর চরম আঘাত হানে রাঢ়ের অধিপতি বিজয়সেন । তিনি মদনপালের সেনাবাহিনীকে পরাজিত করে গৌড় দখল করে নেন। একই সময়ে নান্যদেবের পুত্র গাঙ্গেয়দেব উত্তর-বিহার অধিকার করেন। এর ফলে মদনপালের রাজ্য মগধের ভিতরেই সীমিত হয়ে পড়ে।

১১৫২ খ্রিষ্টাব্দের দিকে মদনপাল-এর রাজত্বের পরিসমাপ্তি ঘটে। মদনপাল বাংলা থেকে মগধে আশ্রয় নিয়েছিলেন। এরপর তাঁর বংশের একজন সামন্ত গোবিন্দপাল গয়াতে রাজত্ব করতেন। মদনপালের পর তিনি কিছুদিন মগধে রাজত্ব করেছেন। ১৬২ খ্রিষ্টাব্দে তিনি বল্লালসেনের কাছে পরাজিত হয়ে পালিয়ে যান। এরপর পাল সাম্রাজ্য চিরতরে বিলুপ্ত হয়ে যায়।


সূত্র :
বাংলাদেশের ইতিহাস/রমেশচন্দ্র মজুমদার।
ভারতের ইতিহাস । অতুলচন্দ্র রায়, প্রণবকুমার চট্টোপাধ্যায়।