মহেন্দ্রবর্মণ, দ্বিতীয়
(রাজত্বকাল
৬৬৮-৬৭০ খ্রিষ্টাব্দ)
পল্লব রাজবংশ রাজবংশের রাজা।
৬৬৮ খ্রিষ্টাব্দে
নরসিংহ বর্মণের মৃত্যুর পর মহেন্দ্রবর্মণ
দ্বিতীয়
সিংহাসন লাভ করেন।
নরসিংহ বর্মণের
জীবনের শেষভাগে,
চালুক্য
রাজবংশের
বিক্রমাদিত্য প্রথম ছোটো ছোট কিছু যুদ্ধে
জয় লাভ করতে থাকেন। এই অবস্থায় মহেন্দ্রবর্মণ ক্ষমতা লাভ করেন। তিনি যথাসম্ভব
প্রথম
বিক্রমাদিত্যের
আক্রমণ প্রতিহত করে রাজ্য রক্ষা করার
চেষ্টা করেন। কিন্তু রাজ্যের ছোট ছোট হৃত অংশ উদ্ধার করতে পারেন নি। ৬৭০
খ্রিষ্টাব্দে তাঁর মৃত্যু হলে সিংহাসন লাভ করেন তাঁর পুত্র পরমেশ্বর বর্মণ (প্রথম)।
সূত্র:
- ভারত ইতিহাস পরিক্রমা/অধ্যাপক প্রভাতাংশু মাইতি। শ্রীধর
প্রকাশনী, কলকাতা। আগষ্ট ১৯৯৪।
- ভারতের ইতিহাস/অতুলচন্দ্র রায়, প্রণব কুমার
চট্টোপাধ্যায়।