নরসিংহ বর্মণ, প্রথম
(রাজত্বকাল
৬৩০-৬৬৮ খ্রিষ্টাব্দ)
পল্লব রাজবংশ রাজবংশের রাজা।
৬৩০ খ্রিষ্টাব্দে
পল্লব রাজবংশের রাজ
মহেন্দ্রবর্মণ প্রথমের
মৃত্যুর পর, তাঁর পুত্র নরসিংহ বর্মণ পল্লব
রাজ্যের সিংহাসন লাভ করেছিলেন। তিনি উত্তরাধিকার সূত্রে একটি রাজ্য লাভ করেছিলেন।
কারণ, তাঁর পিতার আমলে
চালুক্য
রাজবংশের
পুলকেশী দ্বিতীয়
পল্লব রাজ্যের বিশাল অংশ দখল করে নিয়েছিলেন। এমন কি এর ফলে পল্লবদের রাজধানী কাঞ্চী বিপন্ন দশায় পৌঁছেছিল।
নরসিংহ বর্মণ সিংহাসন লাভের পর, তাঁর সেনাবাহিনী বহুগুণ শক্তিশালী করে গড়ে
তুলেছিলেন। এরপর তিনি হৃত রাজ্য উদ্ধরের জন্য
চালুক্য রাজ্য আক্রমণ করেন। প্রথম বারের
যুদ্ধে নরসিংহবর্মণ পরাজিত হন। পরে তিনি দ্রুত আরও শক্তি বৃদ্ধি করেন এবং মনিলিঙ্গমের
যুদ্ধে তিনি
পুলকেশী দ্বিতীয়কে পরাজিত করেন।
পুলকেশী তুঙ্গাভদ্রার দিকে পিছু হটে গেলে,
নরসিংহবর্মণ পুনরায় আক্রমণ করেন। এই যুদ্ধেও
পুলকেশী পরাজিত হন। পরপর দুটি যুদ্ধে
পরাজিত হয়ে
পুলকেশী দুর্বল হয়ে পড়েন। এই সুযোগে নরসিংহবর্মণ তৃতীয় বার আক্রমণ করে
৬৪২ খ্রিষ্টাব্দে চালুক্য রাজধানী বাতাপি অধিকার করেন। ধারণা করা হয় এই যুদ্ধে
পুলকেশী নিহত হন। এই
যুদ্ধ জয়ের পর, তিনি 'বাতাপিকোণ্ড' উপাধি ধারণ করেন।
এরপর তিনি চোল, চের,
পাণ্ড্য ও কলভ্র রাজশক্তিকে পরাস্ত করেন। তিনি সিংহলে নৌবাহিনী পাঠিয়ে, তাঁর অনুগত
মানব বর্মণকে সিংহলের সিংহাসনে অধিষ্ঠিত করেন।
তাঁর জীবনের শেষভাগে,
চালুক্য
রাজবংশের
বিক্রমাদিত্য প্রথম ছোটো ছোট কিছু যুদ্ধে
জয় লাভ করেন। এ সকল যুদ্ধের পর নরসিংহ বর্মণ বড় ধরনের প্রতিরোধ গড়ে তুলতে পারেন নি।
৬৬৮ খ্রিষ্টাব্দে নরসিংহ বর্মণের মৃত্যুর পর
মহেন্দ্রবর্মণ দ্বিতীয়
সিংহাসন লাভ করেন।
সূত্র:
- ভারত ইতিহাস পরিক্রমা/অধ্যাপক প্রভাতাংশু মাইতি। শ্রীধর
প্রকাশনী, কলকাতা। আগষ্ট ১৯৯৪।
- ভারতের ইতিহাস/অতুলচন্দ্র রায়, প্রণব কুমার
চট্টোপাধ্যায়।