তাঁর রাজত্বের সময় চালুক্য রাজবংশের পুলকেশী দ্বিতীয় -এর সংঘাত শুরু হয়। ৬২৪-৬৩০ খ্রিষ্টাব্দের ভিতরে দক্ষিণ ভারত জয় করার উদ্দেশ্য পুষ্যভূতি রাজবংশের হর্ষবর্ধনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন। পুলকেশী নর্মদা নদীর তীরে হর্ষবর্ধনকে বাধা দেন। এই যুদ্ধে হর্ষবর্ধন পরাজিত হয়ে ফিরে যান। এরপর পুলকেশী দ্বিতীয় দাক্ষিণাত্যের পূর্বভাগ এবং সুদূর দক্ষিণাঞ্চলের দিকে মনোযোগ দেন। তিনি দক্ষিণের তুঙ্গাভদ্রা পার হয়ে চালুক্য রাজশক্তির মুখোমুখী হন। পুলকেশী দ্বিতীয় মহেন্দ্রবর্মণকে পরাজিত করেন। এর ফলে পল্লবদের রাজধানী কাঞ্চী বিপন্ন দশায় পৌঁছায়।
মহেন্দ্রবর্মণ প্রথম জীবনে জৈন ধর্মাবলম্বী ছিলেন। পরবর্তী সময়ে তিনি শৈবধর্ম গ্রহণ করেন। ৬৩০ খ্রিষ্টাব্দে মহেন্দ্রবর্মণের মৃত্যুর পর, তাঁর পুত্র নরসিংহ বর্মণ পল্লব রাজসিংহাসন লাভ করেন।
সূত্র: