৫১
বৎসর অতিক্রান্ত বয়সএই মাসে রেকর্ডে প্রকাশিত গান
জুলাই ১৯৫০ (১৬ আষাঢ়-১৫
শ্রাবণ ১৩৫৭)
এই মাসে নজরুলের শারীরিক ও মানসিক অবস্থা অপরবর্তনীয় অবস্থায় ছিল।
এই মাসে নজরুলের ঊনত্রিশতম কাব্যগ্রন্থ মরুভাস্কর প্রকাশিত
হয়। প্রকাশক: সাহজাহান, প্রভিন্সিয়াল বুক ডিপো, ভিক্টোরিয়া পার্ক (সাউথ) ঢাকা।
প্রচ্ছদপট: শ্রীসুমুখনাথ মিত্র। মুদ্রাকর: শ্রীগৌরচন্দ্র পাল; নিউ মহামায়া প্রেস,
৬৫/৭ কলেজ স্ট্রিট, কলিকাতা। পৃষ্ঠা: ৮+১০০। মূল্য তিন টাকা। স্বত্ব: প্রকাশক
কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। প্রকাশক তাঁর 'আরজ'-এ উল্লেখ করেছিলেন যে, তিনি
গ্রন্থটির পাণ্ডুলিপি' পেয়েছিলেন সুগায়ক আব্বাসউদ্দীন আহমদের সৌজন্যে।
আগষ্ট ১৯৫০ (১৬
শ্রাবণ-১৪ ভাদ্র ১৩৫৭)
এই মাসে নজরুলের শারীরিক ও মানসিক অবস্থা অপরবর্তনীয় অবস্থায় ছিল।
এই মাসে রেকর্ডে প্রকাশিত গান
সেপ্টেম্বর ১৯৫০
(১৫ ভাদ্র-১৩ আশ্বিন ১৩৫৭)
এই মাসে নজরুলের শারীরিক ও মানসিক অবস্থা অপরবর্তনীয় অবস্থায় ছিল।
এই মাসে রেকর্ডে প্রকাশিত গান
অক্টোবর ১৯৫০ (১৪
আশ্বিন-১৪ কার্তিক ১৩৫৭)
এই মাসে নজরুলের শারীরিক ও মানসিক অবস্থা অপরবর্তনীয় অবস্থায় ছিল।
এই মাসে নজরুলের কোনো রচনা- পত্রিকা, রেকরড বা বেতারে প্রকাশিত
হয় নি।
এই মাসে নজরুলের রচনাসমূহ ইসলামীকরণের নামে বিকৃত করার
চেষ্টা। নওবাহার পত্রিকার কার্তিক ১৩৫৬ সংখ্যায় অগ্নিবীণা ও বিষের বাঁশী কাব্যের
পাকিস্তানি সংস্করণ প্রকাশের প্রস্তাব উত্থাপন করা হয়। তবে শেষ পর্যন্ত তা গণ
সমর্থনের অভাবে বাতিল হয়ে গিয়েছিল।
এই মাসে রেকর্ডে প্রকাশিত গান
নভেম্বর ১৯৫০ (১৫
কার্তিক-১৪ অগ্রহায়ণ ১৩৫৭)
এই মাসে নজরুলের শারীরিক ও মানসিক অবস্থা অপরবর্তনীয় অবস্থায় ছিল।
এই মাসে নজরুলের কোনো রচনা- পত্রিকা, রেকরড বা বেতারে প্রকাশিত
হয় নি।
ডিসেম্বর ১৯৫০ (১৫
অগ্রহায়ণ- ১৫ পৌষ ১৩৫৭)
এই মাসে নজরুলের শারীরিক ও মানসিক অবস্থা অপরবর্তনীয় অবস্থায় ছিল।
এই মাসে রেকর্ডে প্রকাশিত গান
জানুয়ারি ১৯৫১ (১৬ পৌষ
-১৭ মাঘ ১৩৫৭)
এই মাসে নজরুলের শারীরিক ও মানসিক অবস্থা অপরবর্তনীয় অবস্থায় ছিল।
৭ জানুয়ারি এই মাসে রেকরডে প্রকাশিত গান। (রবিবার ২২ পৌষ ১৩৫৭),
নজরুলের কনিষ্ঠ ভ্রাতা আলী হোসেন সাম্প্রদায়িক দাঙ্গায় মৃত্যুবরণ করেন।
২৫ জানুয়ারি (বৃহস্পতিবার ১১ মাঘ ১৩৫৭), নজরুলের অষ্টাদশতম কাব্যগ্রন্থ নতুন চাঁদ-এর দ্বিতীয় সংস্ককরণ প্রকাশিত হয়।
মার্চ ১৯৫১ (১৭
ফাল্গুন-১৭ চৈত্র ১৩৫৭)
এই মাসে নজরুলের শারীরিক ও মানসিক অবস্থা অপরবর্তনীয় অবস্থায় ছিল।
এই মাসে রেক্র্ডে বা পত্রিকায় প্রকাশিত কোনো রচনার সন্ধান পাওয়া
যায় নি
এপ্রিল ১৯৫১ (১৮
চৈত্র ১৩৫৭ ১৬ বৈশাখ ১৩৫৭৮)
এই মাসে নজরুলের শারীরিক ও মানসিক অবস্থা অপরবর্তনীয় অবস্থায় ছিল।
এই মাসে রেক্র্ডে বা পত্রিকায় প্রকাশিত কোনো রচনার সন্ধান পাওয়া যায় নি
১- ২৫ মে ১৯৫১ (১৭
বৈশাখ -১০ জ্যৈষ্ঠ ১৩৫৫)
এই মাসে নজরুলের শারীরিক ও মানসিক অবস্থা অপরবর্তনীয় অবস্থায় ছিল।
এই মাসে রেক্র্ডে বা পত্রিকায় প্রকাশিত কোনো রচনার সন্ধান পাওয়া
যায় নি