৫১ বৎসর অতিক্রান্ত বয়স
নজরুল ইসলামের ৫১ বৎসর অতিক্রান্ত বয়স শুরু হয়েছিল ১১ জ্যৈষ্ঠ ১৩৫ বঙ্গাব্দ (বৃহস্পতিবার ২৫শে মে ১৯৫০ খ্রিষ্টাব্দ) থেকে। শেষ হয়েছিল ১০ জ্যৈষ্ঠ ১৩৫ বঙ্গাব্দ (শুক্রবার ২ শে মে ১৯৫১ খ্রিষ্টাব্দ)


-৩১ মে ১৯৫০ (১১-১ জ্যৈষ্ঠ ১৩৫)
নজরুলের ৪৮ বৎসর অতিক্রান্ত বয়সের শুরু থেকেই নজরুল সম্বিতহারা ছিলেন। তাঁর চিকিৎসার জন্য তেমন বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছিল কিনা তা জানা যায় না।

১৫ শে মে (বৃহস্পতিবার ১১ জ্যৈষ্ঠ ১৩৫৭), করাচিতে সোহরাওয়ার্দির সভাপতিত্বে নজরুলের ৫২তম জন্মদিবস পালিত হয়।

জুন
৯৫০ (১ জ্যৈষ্ঠ-১৫ আষাঢ় ১৩৫)
এই মাসে নজরুলের শারীরিক ও মানসিক অবস্থা অপরবর্তনীয় অবস্থায় ছিল।

এই মাসে রেকর্ডে প্রকাশিত গান

জুলাই৯৫০ (১৬ আষাঢ়-১৫ শ্রাবণ ১৩৫)
এই মাসে নজরুলের শারীরিক ও মানসিক অবস্থা অপরবর্তনীয় অবস্থায় ছিল।

এই মাসে নজরুলের ঊনত্রিশতম কাব্যগ্রন্থ মরুভাস্কর প্রকাশিত হয়। প্রকাশক: সাহজাহান, প্রভিন্সিয়াল বুক ডিপো, ভিক্টোরিয়া পার্ক (সাউথ) ঢাকা। প্রচ্ছদপট: শ্রীসুমুখনাথ মিত্র। মুদ্রাকর: শ্রীগৌরচন্দ্র পাল; নিউ মহামায়া প্রেস, ৬৫/৭ কলেজ স্ট্রিট, কলিকাতা। পৃষ্ঠা: ৮+১০০। মূল্য তিন টাকা। স্বত্ব: প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। প্রকাশক তাঁর 'আরজ'-এ উল্লেখ করেছিলেন যে, তিনি গ্রন্থটির ‌পাণ্ডুলিপি' পেয়েছিলেন সুগায়ক আব্বাসউদ্দীন আহমদের সৌজন্যে।

আগষ্ট৯৫০ (১৬ শ্রাবণ-১৪ ভাদ্র ১৩৫)
এই মাসে নজরুলের শারীরিক ও মানসিক অবস্থা অপরবর্তনীয় অবস্থায় ছিল।

এই মাসে রেকর্ডে প্রকাশিত গান

সেপ্টেম্বর৯৫০ (১৫ ভাদ্র-১৩ আশ্বিন ১৩৫)
এই মাসে নজরুলের শারীরিক ও মানসিক অবস্থা অপরবর্তনীয় অবস্থায় ছিল।

এই মাসে রেকর্ডে প্রকাশিত গান

অক্টোবর ১৯৫০ (১৪ আশ্বিন-১৪ কার্তিক ১৩৫)
এই মাসে নজরুলের শারীরিক ও মানসিক অবস্থা অপরবর্তনীয় অবস্থায় ছিল। এই মাসে নজরুলের কোনো রচনা- পত্রিকা, রেকরড বা বেতারে প্রকাশিত হয় নি।

এই মাসে নজরুলের রচনাসমূহ ইসলামীকরণের নামে বিকৃত করার চেষ্টা। নওবাহার পত্রিকার কার্তিক ১৩৫৬ সংখ্যায় অগ্নিবীণা ও বিষের বাঁশী কাব্যের পাকিস্তানি সংস্করণ প্রকাশের প্রস্তাব উত্থাপন করা হয়। তবে শেষ পর্যন্ত তা গণ সমর্থনের অভাবে বাতিল হয়ে গিয়েছিল।

এই মাসে রেকর্ডে প্রকাশিত গান

নভেম্বর ১৯৫০ (১৫ কার্তিক-১৪ অগ্রহায়ণ ১৩৫)
এই মাসে নজরুলের শারীরিক ও মানসিক অবস্থা অপরবর্তনীয় অবস্থায় ছিল। এই মাসে নজরুলের কোনো রচনা- পত্রিকা, রেকরড বা বেতারে প্রকাশিত হয় নি।

ডিসেম্বর ১৯৫০ (১৫ অগ্রহায়ণ- ১৫ পৌষ ১৩৫)
এই মাসে নজরুলের শারীরিক ও মানসিক অবস্থা অপরবর্তনীয় অবস্থায় ছিল।

এই মাসে রেকর্ডে প্রকাশিত গান

জানুয়ারি ১৯৫১ (১৬ পৌষ -১৭ মাঘ ১৩৫)
এই মাসে নজরুলের শারীরিক ও মানসিক অবস্থা অপরবর্তনীয় অবস্থায় ছিল।

৭ জানুয়ারি এই মাসে রেকরডে প্রকাশিত গান। (রবিবার ২২ পৌষ ১৩৫৭), নজরুলের কনিষ্ঠ ভ্রাতা আলী হোসেন সাম্প্রদায়িক দাঙ্গায় মৃত্যুবরণ করেন। ২৫ জানুয়ারি (বৃহস্পতিবার ১১ মাঘ ১৩৫৭), নজরুলের অষ্টাদশতম কাব্যগ্রন্থ নতুন চাঁদ-এর দ্বিতীয় সংস্ককরণ প্রকাশিত হয়।

ফেব্রুয়ারি ১৯৫১ (১৮ মাঘ -১৬ ফাল্গুন ১৩৫৭)
এই মাসে নজরুলের শারীরিক ও মানসিক অবস্থা অপরবর্তনীয় অবস্থায় ছিল। এই মাসে রেকরডে প্রকাশিত গান

মার্চ ১৯৫১ (১৭ ফাল্গুন-১৭ চৈত্র ১৩৫)
এই মাসে নজরুলের শারীরিক ও মানসিক অবস্থা অপরবর্তনীয় অবস্থায় ছিল। এই মাসে রেক্র্ডে বা পত্রিকায় প্রকাশিত কোনো রচনার সন্ধান পাওয়া যায় নি

এপ্রিল ১৯৫১ (১৮ চৈত্র ১৩৫৭ ১৬ বৈশাখ ১৩৫৭৮)
এই মাসে নজরুলের শারীরিক ও মানসিক অবস্থা অপরবর্তনীয় অবস্থায় ছিল।

এই মাসে রেক্র্ডে বা পত্রিকায় প্রকাশিত কোনো রচনার সন্ধান পাওয়া যায় নি

১- ২ মে ১৯৫১ (১ বৈশাখ -১০ জ্যৈষ্ঠ ১৩৫)
এই মাসে নজরুলের শারীরিক ও মানসিক অবস্থা অপরবর্তনীয় অবস্থায় ছিল। এই মাসে রেক্র্ডে বা পত্রিকায় প্রকাশিত কোনো রচনার সন্ধান পাওয়া যায় নি