৫৭ বৎসর অতিক্রান্ত বয়স
এই মাসে প্রকাশিত রেকর্ড ১৯৫৬ খ্রিষ্টাব্দের সেপ্টেম্বর (১৫ ভাদ্র-১৪ আশ্বিন ১৩৬৩) থেকে ১৯৫৭
খ্রিষ্টাব্দের ২৪শে মে (শুক্রবার ১০ জ্যৈষ্ঠ ১৩৬৪) পর্যন্ত নজরুলের শারীরিক ও
মানসিক অবস্থা অপরবর্তনীয় অবস্থায় ছিল।
৫৮ বৎসর অতিক্রান্ত বয়স
নজরুলের ৫৮ বৎসর অতিক্রান্ত বয়সে, নজরুলের শারীরিক ও
মানসিক অবস্থা অপরবর্তনীয় অবস্থায় ছিল। এই মাসে পত্রিকায় প্রকাশিত রচনা
৮ই মে (বৃহস্পতিবার ২৫ বৈশাখ ) শেষ সওগাত নামক কাব্যগ্রন্থ
প্রকাশিত হয়।
৫৯ বৎসর অতিক্রান্ত বয়স
নজরুলের ৫৯ বৎসর অতিক্রান্ত বয়সে, নজরুলের শারীরিক ও
মানসিক অবস্থা অপরবর্তনীয় অবস্থায় ছিল। এই মাসে প্রকাশিত রেকর্ড মার্চ ১৯৫৯ (ফাল্গুন-চৈত্র ১৩৬৫), মধুমালা নামক লোকগীতিনাট্য
প্রকাশিত হয়। প্রকাশক: জেসি সাহা রায়, ভারতী লাইব্রেরি, ৬ বঙ্কিম চ্যাটার্জ স্ট্রিট,
কলিকাতা-১২। প্রচ্ছদ গণেষ বসু। পৃষ্ঠা ৯৪। মূল্য দুই টাকা।
৬০ ডিসেম্বর ১৯৫৯ (১৫ অগ্রহায়ণ-১৫ পৌষ),
রুবাইয়াৎ-ই-ওমর খৈয়াম-এর সচিত্র প্রথম সংস্করণ প্রকাশিত হয়। প্রকাশিকা: জোহরা খানম, ৯ এন্টনী
বাগান লেন কলিকাতা-৯। পরিবেশক: স্ট্যান্ডার্ড পাবলিশার্স। পত্রিকা: মাসিক মোহম্মদী [৩০শ বর্ষ,
১০ম
সংখ্যা। শ্রাবণ ১৩৬৬ (জুলাই-আগষ্ট
১৯৫৯)। নজরুল গীতি (তেওড়া)।
কথা ও সুর: কাজী নজরুল ইসলাম। স্বর ও
স্বরলিপি: বেদার উদ্দীন। পৃষ্ঠা:
৮০৫-৮০৬]
তওফিক দাও খোদা ইসলামে
[তথ্য]
৬১ ১৭ নভেম্বর ১৯৬০
(বৃহস্পতিবার ১ অগ্রহায়ণ ১৩৬৭),
কাব্যগ্রন্থ ঝড় প্রকাশিত হয়। প্রকাশক শ্রী ব্রজকিশোর মণ্ডল, বিশ্ববাণী, ১১/এ বারাণসী
ঘোষ স্ট্রিট, কলকাতা-৭। মুদ্রাকর, শ্রী রতিকান্ত ঘোষ, দি অশোক প্রিন্টিং ওয়ার্কস,
১৭/১ বিন্দুপালিত লেন. কলিকাতা-৬। প্রচ্ছদ শিল্পী: শ্রী গণেষ বসু। পৃষ্ঠা: ৬+৮৮।
মূল্য তিন টাকা। জানুয়ারি ১৯৬১ (১৭ পৌষ-১৭ মাঘ), নজরুলকে
সপরিবারে ১৫৬ সি মন্মথ দত্ত রোড, উত্তর ব্লকের তৃতীয় তলায় স্থানান্তর করা হয়।
৬২ বৎসর অতিক্রান্ত বয়স
১৯৬১ খ্রিষ্টাব্দে গ্রন্থাকারে নজরুলের অগ্রন্থিত রচনাসমূহ
প্রকাশিত হয়। সম্পাদক: আব্দুল কাদির। পুতুলের বিয়ে ঢাকা থেকে প্রকাশিত হয়। প্রকাশক:
প্রকাস ভবন। পৃষ্ঠা: ৪৪। মূল্য ১টাকা।
৬৩ বৎসর অতিক্রান্ত বয়স
৩০ জুন (বুধবার ১৬ জ্যৈষ্ঠ ১৩৬৯), নজরুলের স্ত্রী
প্রমীলা নজরুল কলকাতায় মৃত্যুবরণ করেন। তাঁর ইচ্ছানুসারে তাঁর মৃতদেহ নজরুলের জন্মস্থান
চুরুলিয়ায় শরপুকুরের পাশে সমাধিস্থ করা হয়।
৬৪ বৎসর অতিক্রান্ত বয়স
১৩ অক্টোবর (শুক্রবার ২৭ আশ্বিন ১৩৭০), সংবাদ
পত্রিকায় প্রকাশিত হয়েছিল 'জাগরণী' কবিতা। রুবাইয়াৎ-ই-ওমর-এর দ্বিতীয় সংস্করণ
প্রকাশিত হয়েছিল। কাব্য-আমপারা-এর দ্বিতীয় সংস্করণ প্রকাশিত
হয়েছিল। পিলে পটকা পুতুলের বিয়ে প্রথম সংস্করণ সোভিয়েত ইউনিয়নের বিদেশী সাহিত্য
প্রকাশনালয় নজরুলের কবিতার অনুবাদের সংকলন প্রকাশিত হয়।
৬৫ বৎসর অতিক্রান্ত বয়স
১৯৬৪ খ্রিষ্টাব্দে কবি তালিম হোসেন এবং অ্যাডভোকেট এ.কে.এম নূরুল ইসলাম (বিচারপতি এবং বাংলাদেশের উপ রাষ্ট্রপতি)
নজরুল
একাডেমী প্রতিষ্ঠার একটি পরিকল্পনা গ্রহণ করেন। তাঁদের উদ্যোগে সেই বছরের ২৪ মে
(রবিবার ১০ জ্যৈষ্ঠ ১৩৭১) নূরুল ইসলামের ১১ নং র্যাংকিন স্ট্রিটের বাসভবনে বিচারপতি আবু সাঈদ চৌধুরীর সভাপতিত্বে প্রথম নজরুল-জন্মবার্ষিকী উদ্যাপিত হয়। এ অনুষ্ঠানেই নজরুল একাডেমি প্রতিষ্ঠার প্রস্তাবটি আনুষ্ঠানিকভাবে গৃহীত ও একটি সাংগঠনিক কমিটি গঠিত হয়। অ্যাডভোকেট নূরুল ইসলামের বাড়ির একটি কক্ষ একাডেমির অস্থায়ী কার্যালয় হিসেবে ব্যবহৃত হতে থাকে।
এই বছরে প্রকাশিত গ্রন্থাবলি:
৬৬ বৎসর অতিক্রান্ত বয়স
এই মাসে প্রকাশিত নজরুলের গ্রন্থ ঘুম পাড়ানীর মাসি পিসি কাব্যে আমপাড়া তৃতীয় সংকলন রাঙা জবা (প্রথম সংস্করণ)। শ্যামাসঙ্গীতের
সংকলন। এপ্রিল ১৯৬৬। বৈশাখ ১৩৭৩ নজরুল রচনাবলী (প্রথম খণ্ড). আবদুল কাদির
সম্পাদিত
৬৬ বৎসর অতিক্রান্ত বয়স
৬৭ বৎসর অতিক্রান্ত বয়স
এই বছরে প্রকাশিত নজরুলের গ্রন্থ নজরুল রচনাবলী (দ্বিতীয় খণ্ড).আবদুল কাদির
সম্পাদিত। ডিসেম্বর ১৯৬৭ ২৪ মে (শুক্রবার ১০ জ্যৈষ্ঠ ১৩৭৫
বঙ্গাব্দ). ঢাকার ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে পাকিস্তানের কেন্দ্রীয়
শিক্ষামন্ত্রী কাজী আনোয়ারুল হক,
নজরুল একাডেমীর উদ্বোধন করেন।
৬৮ বৎসর অতিক্রান্ত বয়স
১২ আগষ্ট (সোমবার ২৭ শ্রাবণ ১৩৭৫
বঙ্গাব্দ), পশ্চিমবঙ্গের চুরুলিয়াতে নজরুল-চর্চার উদ্দেশ্যে
নজরুল একাডেমী প্রতিষ্ঠিত হয়। ২৫ সেপ্টেম্বর (বুধবার ৯ আশ্বিন ১৩৭৫),
গীতনাট্য দেবস্তুতির প্রথম সংস্করণ প্রকাশিত হয়। অগ্নিবীণা কাব্যের স্বতন্ত্র গ্রন্থ
প্রকাশিত হয়। প্রকাশক: সিটি লাইব্রেরী ঢাকা। রিক্তের বেদন স্বতন্ত্র গ্রন্থ প্রকাশিত হয়।
প্রকাশক সৈয়দ মোহাম্মদ শফি, চট্টগ্রাম। নজরুল সুর-সংকলন। স্বরলিপিকার: এ এইচ এম
সাইদুর রহমান। নজরুল সুর সুধা। স্বরলিপিকার সুরাইয়া খলিল ২৪ মে ১৯৬৯ (শুক্রবার
১০ জ্যৈষ্ঠ ১৩৭৫ বঙ্গাব্দ),
পশ্চিমবঙ্গ সরকার প্রদেশব্যাপী নজরুলের জন্মোৎসব পালন করে। এই বছরে নজরুলের বন্ধু শৈলজানন্দ মুখোপাধ্যায়কে
সভাপতি করেন নজরুল সহায়ক কমিটি গঠিত হয়। পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে ডা. ডি কে রায়
কবির ব্যক্তিগত চিকিৎসক নিযুক্ত হন।
৬৯ বৎসর অতিক্রান্ত বয়স
৯ সেপ্টেম্বর (মঙ্গলবার, ২৩ ভাদ্র ১৩৭৬ ), রবীন্দ্রভারতী
বিশ্ববিদ্যালয় বিশেষ সম্বর্ধনার মাধ্যমে নজরুলকে ডি.লিট উপাধি প্রদান করে।
পত্রিকায় প্রকাশিত রচনা হিমাদ্রী। শারদীয় সংখ্যা ১৩৭৬ অপরূপ রাস প্রকাশিত গ্রন্থ গীতিমাল্য শিউলিমালা। হায়াৎ মাহমুদ সম্পাদিত দোলন চাঁপা। হায়াৎ মাহমুদ সম্পাদিত সঞ্চিতা। হায়াৎ মাহমুদ সম্পাদিত সর্বহারা। হেলাল উদ্দিন সম্পাদিত সিন্ধু হিন্দোল। মোহাম্মদ আবদুল আওয়াল
সম্পাদিত প্রলয়শিখা। অধ্যাপক বদিউর রহমান সম্পাদিত মরুভাস্কর। প্রভিন্সিয়াল বুক ডিপো নজরুল বিচিত্রা। কাজী সব্যসাচী, কাজী
অনিরুদ্ধ ও বিশ্বনাথ দে নজরুল গীতিমালা। স্বরলিপি: ফিরোজা বেগম হিন্দোল। স্বরলিপি মফুজুল ইসলাম গীতিমালা। কথা ভারতী। কলকাতা চক্রবাক। সৈয়দ আকরাম হোসেন সম্পাদিত
৭০ বৎসর অতিক্রান্ত বয়স
এই বছর পূর্ব-পাকিস্তানের প্রাদেশিক প্রচার দফতর নজরুলের জীবন ও
কর্মের উপর তথ্যচিত্র 'বিদ্রোহী কবি' নির্মাণ করে।
প্রকাশিত গ্রন্থ নজরুল রচনাবলী (তৃতীয় খণ্ড)। আব্দুল কাদির
সম্পাদিত। ফেব্রুয়ারি ১৯৭০ নজরুল গীতি সন্ধানে (প্রথম খণ্ড)। সম্পাদক
আব্দুস সাত্তার কাব্য সংগ্রহ। কাজী সব্যসাচী, কাজী
অনিরুদ্ধ ও বিশ্বনাথ দে সন্ধ্যামালতী। মিত্র ও ঘোষ। শ্রাবণ ১৩৭৭ নজরুল গীতিমালা (প্রথম ও দ্বিতীয় খণ্ড)।
স্বরলিপিকার: ফিরোজা বেগম। মৃত্যুক্ষুধা। সাহিত্য প্রকাশ নজরুলের প্রবন্ধ সংগ্রহ যুগবাণী। অধ্যাপক
মোজাম্মেল হক সম্পাদিত
৭১ বৎসর অতিক্রান্ত বয়স
প্রকাশিত গ্রন্থ নজরুলগীতি। নজরুল একাডেমী ২১ মে (বুধবার ৭ বৈশাখ ১৩৭৮) এই বছরে নজরুল
ইসলামকে ঢাকায় আনার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
৭২ বৎসর অতিক্রান্ত বয়স
প্রকাশিত গ্রন্থ নজরুলগীতি। নজরুল একাডেমী ২৫শে মে (১১
জ্যৈষ্ঠ ১৩৭৯ বঙ্গাব্দ), ঢাকায় বিপুল
উদ্দীপনায় নজরুলের ৭৩তম জন্মদিন উৎযাপন করা হয়। বাংলাদেশের রাষ্ট্রপতি আবু সাইদ
চৌধুরী ও প্রধান মন্ত্রী
বঙ্গবন্ধু শেখ নুজিবর রহমান
কবির বাসভবনে গিয়ে শ্রদ্ধা ও অভিনন্দন জ্ঞাপন করেন। এদিন ঢাকাতে প্রচুর বৃষ্টিপাত
হয়। প্রবল বর্ষণ উপেক্ষা করে হাজার হাজার মানুষ কবিকে দেখা এবং অভিনন্দন জানানোর
জন্য উপস্থিত হন। প্রকাশিত গ্রন্থ কবিতা ও গানের সংকলন। উন্নত চির শির।
(১৫ জুন ১৯৭২) সুনির্বাচিত নজরুলগীতি। সম্পাদনা: কাজী সব্যসাচী, কাজী
অনিরুদ্ধ ও বিশ্বনাথ দে নজরুল-গীতি। নজরুল একাডেমী।
৭৩ বৎসর অতিক্রান্ত বয়স
এই মাসে প্রকাশিত গ্রন্থ হিন্দোল তৃতীয় খণ্ড। স্বরলিপিকার: মফিজুল
ইসলাম। ভাষা শহিদ দিবস (২১ ফেব্রুয়ারি) উপলক্ষে বাংলা
একাডেমি জাতীয় সাহিত্য সম্মেলনের আয়োজন করে। এই সম্মেলন শুরু হয়েছিল ১৪ ফেব্রুয়ারি
(মঙ্গলবার ২ ফাল্গুন ১৩৮০) এবং শেষ হয়েছিল ২১শে ফেব্রুয়ারি (বৃহস্পতিবার ৯ ফাল্গুন
১৩৮০)। এই সম্মেলনের ষষ্ঠ দিন, ১৯ ফেব্রুয়ারি (মঙ্গলবার ৭ ফাল্গুন ১৩৮০), নজরুলকে
কাব্য শাখার প্রধান অতিথ করে মঞ্চে বসানো হয়। এবং তাঁর উপস্থিততে অনুষ্ঠানের
কার্যক্রম সম্পন্ন হয়। ২২ ফেব্রুয়ারি (শুক্রবার ১০ ফাল্গুন ১৩৮০),
কবির কনিষ্ঠপুত্র কাজী অনিরুদ্ধ কলকাতায় মৃত্যুবরণ করেন।
৭৪ বৎসর অতিক্রান্ত বয়স
৪ জুন (মঙ্গলবার ২১ জ্যৈষ্ঠ ১৩৮১) নারায়ণগঞ্জের
সামাজিক-সাংস্কৃতিক সংগঠন 'শাপলা' নজরুলের ৭৫তম জন্মদিন পালনের জন্য বিপুল আয়োজন করে।
এই দিন সংগঠনের পক্ষ থেকে তাঁকে নারায়ণগঞ্জে আনা হয়। এদিন প্রচুর বৃষ্টিপাত হয়। এই
বৃষ্টির ভিতরেই বিকাল চারটা থেকে অনুষ্ঠান জনতা সমবেত হয়। রাত নয়টায় কবিকে অনুষ্ঠান
মঞ্চে বসানো হয়। এই সভয় বক্তব্য রাখেন- করুণাময় গোস্বামী ও মহকুমা প্রশাসক আবদুল
হাই সরকার।
৯ ডিসেম্বর (সোমবার ২৩ অগ্রহায়ণ ১৩৮১), বিশেষ সমাবর্তন অনুষ্ঠানে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে অসামান্য অবদানের জন্য সম্মানসূচক
ডি.লিট উপাধি প্রদানের ঘোষণা করা হয়। এই উপলক্ষে কৃতইপত্রটি পাঠ করেন- ঢাকা
বিশ্ববিদ্যালয়ের তদানীন্তন উপাচার্য ড. আবদুল মতিন চৌধুরী।
১৪ ডিসেম্বর (শনিবার ২৮ অগ্রহায়ণ ১৩৮১), নজরুলের পুত্রবধূ উমা
কাজী নজরুলের বাসভবন থেকে চলে যান। এই সময় নজরুলের পরিচর্যার দায়িত্ব নেন শফি
চাকলাদার ও শাহ কুশার।
সওগাত পত্রিকার বৈশাখ-জ্যৈষ্ঠ ১৩৮১ সংখ্যায় নজরুলের হস্তাক্ষর
প্রকাশিত হয়েছিল।
৭৫ বৎসর অতিক্রান্ত বয়স
১ জুন ১৯৭৫ (রবিবার ১৭ জ্যৈষ্ঠ ১৩৮২), রাষ্ট্রপতির অনুমতিক্রমে
ডা. বায়েজিদ খান পন্নী নজরুলের হোমিওপ্যাথিক চিকিৎসা শুরু করেন। এই চিকিৎসা
১০ আগষ্ট পর্যন্ত চলার পর বন্ধ করে দেওয়া হয়।
৭৬ বৎসর অতিক্রান্ত বয়স
২৫শে মে তৎকালীন সামরিক সরকারের পক্ষ থেকে নজরুলকে বাংলাদেশের
রাষ্ট্রপতি ও সামরিক বাহিনী প্রধান মেজর জেনারেল জি্য়াউর রহমান পিজি হাসপাতালে গিয়ে
আর্মি ক্রেস্ট উপহার দেন। এই দিন নজরুলের রচিত 'চল্ চল্ চল্' গানটিকে বাংলাদেশের
রণসঙ্গীত হিসেবে ঘোষণা দেওয়া হয়।
আগষ্ট মাস (শ্রাবণ-ভাদ্র ১৩৮৩) এই মাসের প্রথম সপ্তাহে (শ্রাবণ ১৩৮৩),
নজরুলের স্বাস্থ্যের অবনতি ঘটে। তাঁর শরীরে পানির আধিক্য দেখা দেয়। ২৭ আগষ্ট (শুক্রবার ১০ ভাদ্র ১৩৮৩), তাঁর
দেহে তাপমাত্রা বৃদ্ধি পায়। ফলে শারীরিকভাবে আরও দুর্বল হয়ে পড়েন। ২৮ আগষ্ট (শনিবার ১১ ভাদ্র ১৩৮৩), ডাক্তাররা
ঘোষণা দেন যে, তিনি ব্রঙ্কো নিউমেনিয়ায় আক্রান্ত হয়েছেন। ২৯ আগষ্ট (রবিবার ১২ ভাদ্র ১৩৮৩), তাঁর
দেহের তাপামাত্রা ১০৫ডিগ্রি ফারেনহাইট অতিক্রম করে। এই সময় তাঁর শ্বাসকষ্ট হতে
থাকলে, অক্সিজেন দেওয়ার ব্যবস্থা করা হয়। এছাড়া সাকশান যন্ত্র দিয়ে তাঁর ফুসফুসে
জমে থাকা থেকে কফ ও শ্লেষ্মা বের করা হয়। এই সময় তাঁর চিকিৎসায় ছিলেন ডা. নূরুল
ইসলাম, ডা. নাজিমুদ্দৌলা চৌধুরী, সেবিকা শামসুন্নাহার, সেবক ওয়াহিদুল্লাহ ভুঁইয়া
প্রমুখ। ডাক্তারদের সকল প্রচেষ্টা ব্যর্থ হয় এবং সকাল ১০টা ১০ মিনিটে তিনি
মৃ্ত্যুবরণ করেন। বিকেল তাঁর জানাজা সম্পন্ন হয়। ৫.৩০টা মিনিটে
পূর্ণ রাষ্ট্রীয় ও সামরিক মর্যাদায় ২১বার তোপধ্বনি সহকারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের
মসজিদের পাশে তাঁকে কবর দেওয়া হয়। বাংলাদেশ সরকার দুই দিন জাতীয় শোক ঘোষণা করে।
নজরুল ইসলামের ৫৭ বৎসর অতিক্রান্ত বয়স শুরু হয়েছিল ১১
জ্যৈষ্ঠ ১৩৬৩ বঙ্গাব্দ (শুক্রবার ২৫শে
মে ১৯৫৬ খ্রিষ্টাব্দ) থেকে। শেষ হয়েছিল ১০ জ্যৈষ্ঠ ১৩৬৪ বঙ্গাব্দ
(শুক্রবার ২৪শে মে ১৯৫৭ খ্রিষ্টাব্দ)
২৫-৩১ মে ১৯৫৬ (১১-১৭
জ্যৈষ্ঠ ১৩৬৩)
এই মাসে নজরুলের শারীরিক ও মানসিক অবস্থা অপরবর্তনীয় অবস্থায় ছিল।
জুন ১৯৫৬ (১৮ জ্যৈষ্ঠ-১৫ আষাঢ়
১৩৬৩)
এই মাসে নজরুলের শারীরিক ও মানসিক অবস্থা অপরবর্তনীয় অবস্থায় ছিল।
পশ্চিমবঙ্গ সংরকার নজরুলের উপর তথ্য-নির্মাণ সিদ্ধান্ত নিয়েছিল।
এরই অংশ হিসেবে নজরুল এবং প্রমিলা নজরুলকে চুরুলিয়াতে নিয়ে যাওয়া হয়। সেখানে বেশি
কিছু দৃশ্যের ছবিগ্রহণ করা হয়। এই মাসে নজরুলের কোনো রচনা- পত্রিকা, রেকরড বা বেতারে প্রকাশিত
হয় নি।
জুলাই ১৯৫৬ (১৬ আষাঢ়-১৫
শ্রাবণ ১৩৬৩)
এই মাসে নজরুলের শারীরিক ও মানসিক অবস্থা অপরবর্তনীয় অবস্থায় ছিল।
এই মাসে নজরুলের কোনো রচনা- পত্রিকা, রেকরড বা বেতারে প্রকাশিত
হয় নি।
আগষ্ট ১৯৫৬ (১৬
শ্রাবণ-১৫ ভাদ্র
১৩৬৩)
এই মাসে নজরুলের শারীরিক ও মানসিক অবস্থা অপরবর্তনীয় অবস্থায় ছিল।
এই মাসে পত্রিকায় প্রকাশিত রচনা
নজরুল ইসলামের ৫৮বৎসর অতিক্রান্ত বয়স শুরু হয়েছিল ১১
জ্যৈষ্ঠ ১৩৬৪ বঙ্গাব্দ (শনিবার ২৫শে
মে ১৯৫৭ খ্রিষ্টাব্দ) থেকে। শেষ হয়েছিল ১০ জ্যৈষ্ঠ ১৩৬৫ বঙ্গাব্দ
(শনিবার ২৪শে মে ১৯৫৮ খ্রিষ্টাব্দ)
জানুয়ারি ১৯৫৮ (১৭ পৌষ - ১৭ মাঘ ১৩৬৪)
নজরুল ইসলামের ৫৯ বৎসর অতিক্রান্ত বয়স শুরু হয়েছিল ১১
জ্যৈষ্ঠ ১৩৬৫ বঙ্গাব্দ (রবিবার ২৫শে
মে ১৯৫৮ খ্রিষ্টাব্দ) থেকে। শেষ হয়েছিল ১০ জ্যৈষ্ঠ ১৩৬৬ বঙ্গাব্দ
(শুক্রবার ২৪শে মে ১৯৫৯ খ্রিষ্টাব্দ)
পত্রিকায় প্রকাশিত রচনা
নজরুল ইসলামের ৬০ বৎসর অতিক্রান্ত বয়স শুরু হয়েছিল ১১
জ্যৈষ্ঠ ১৩৬৬ বঙ্গাব্দ (মঙ্গলবার
২৫শে মে ১৯৫৯ খ্রিষ্টাব্দ) থেকে। শেষ হয়েছিল ১০ জ্যৈষ্ঠ ১৩৬৭ বঙ্গাব্দ
(মঙ্গলবার ২৪শে মে ১৯৬০ খ্রিষ্টাব্দ)
নজরুল ইসলামের ৬১ বৎসর অতিক্রান্ত
বয়স শুরু হয়েছিল ১১ জ্যৈষ্ঠ ১৩৬৭ বঙ্গাব্দ (বুধবার
২৬শে মে ১৯৬০ খ্রিষ্টাব্দ) থেকে। শেষ
হয়েছিল ১০ জ্যৈষ্ঠ ১৩৬৮ বঙ্গাব্দ
(বুবার ২৪শে মে ১৯৬১ খ্রিষ্টাব্দ)
নজরুলের প্রবন্ধ সংকলন 'ধূমকেতু'। প্রকাশকাল জানুয়ারি
১৯৬১ (মাঘ ১৩৬৭)
নজরুল ইসলামের ৬২ বৎসর অতিক্রান্ত
বয়স শুরু হয়েছিল ১১ জ্যৈষ্ঠ ১৩৬৮ বঙ্গাব্দ (বৃহস্পতিবার
২৫শে মে ১৯৬১ খ্রিষ্টাব্দ)
থেকে। শেষ হয়েছিল ১০ জ্যৈষ্ঠ ১৩৬৯ বঙ্গাব্দ (বৃহস্পতিবার ২৪শে মে ১৯৬২ খ্রিষ্টাব্দ)
নজরুল ইসলামের ৬৩ বৎসর অতিক্রান্ত
বয়স শুরু হয়েছিল ১১ জ্যৈষ্ঠ ১৩৬৯ বঙ্গাব্দ (শুক্রবার
২৫শে মে ১৯৬২ খ্রিষ্টাব্দ)
থেকে। শেষ হয়েছিল ১০ জ্যৈষ্ঠ ১৩৭০ বঙ্গাব্দ (বুধবার ২৪শে মে ১৯৬৩ খ্রিষ্টাব্দ)
জুলাই মাসে (আষাঢ়-শ্রাবণ ১৩৬৯), নজরুলকে তাঁর জন্মস্থান চুরুলিয়া আনা হয়।
নজরুল ইসলামের ৬৪ বৎসর অতিক্রান্ত বয়স
শুরু হয়েছিল ১১ জ্যৈষ্ঠ ১৩৭০ বঙ্গাব্দ (শুক্রবার
২৫শে মে ১৯৬৩ খ্রিষ্টাব্দ)
থেকে। শেষ হয়েছিল ১০ জ্যৈষ্ঠ ১৩৭১ বঙ্গাব্দ (বুধবার ২৪শে মে ১৯৬৪ খ্রিষ্টাব্দ)
এই মাসে প্রকাশিত গ্রন্থাবলি:
নজরুল ইসলামের ৬৫ বৎসর অতিক্রান্ত বয়স
শুরু হয়েছিল ১১ জ্যৈষ্ঠ ১৩৭১ বঙ্গাব্দ (সোমবার
২৫শে মে ১৯৬৪ খ্রিষ্টাব্দ)
থেকে। শেষ হয়েছিল ১০ জ্যৈষ্ঠ ১৩৭২ বঙ্গাব্দ (সোমবার ২৪শে মে ১৯৬৫ খ্রিষ্টাব্দ)
নজরুল ইসলামের ৬৫ বৎসর অতিক্রান্ত বয়স
শুরু হয়েছিল ১১ জ্যৈষ্ঠ ১৩৭২ বঙ্গাব্দ (মঙ্গলবার
২৫শে মে ১৯৬৫ খ্রিষ্টাব্দ)
থেকে। শেষ হয়েছিল ১০ জ্যৈষ্ঠ ১৩৭৩ বঙ্গাব্দ (সোমবার ২৪শে মে ১৯৬৬ খ্রিষ্টাব্দ)
নজরুল ইসলামের ৬৭ বৎসর অতিক্রান্ত বয়স
শুরু হয়েছিল ১১ জ্যৈষ্ঠ ১৩৭৩ বঙ্গাব্দ (বুধবার
২৫শে মে ১৯৬৬ খ্রিষ্টাব্দ)
থেকে। শেষ হয়েছিল ১০ জ্যৈষ্ঠ ১৩৭৪ বঙ্গাব্দ (বৃহস্পতিবার ২৫শে মে ১৯৬৭ খ্রিষ্টাব্দ)
নজরুল ইসলামের ৬৭ বৎসর অতিক্রান্ত বয়স
শুরু হয়েছিল ১১ জ্যৈষ্ঠ ১৩৭৪ বঙ্গাব্দ (বৃহস্পতিবার
২৬শে মে ১৯৬৭ খ্রিষ্টাব্দ)
থেকে। শেষ হয়েছিল ১০ জ্যৈষ্ঠ ১৩৭৫ বঙ্গাব্দ (শুক্রবার ২৪শে মে ১৯৬৮ খ্রিষ্টাব্দ)
নজরুল ইসলামের ৬৮ বৎসর অতিক্রান্ত বয়স
শুরু হয়েছিল ১১ জ্যৈষ্ঠ ১৩৭৫ বঙ্গাব্দ (শনিবার
২৫শে মে ১৯৬৮ খ্রিষ্টাব্দ)
থেকে। শেষ হয়েছিল ১০ জ্যৈষ্ঠ ১৩৭৬ বঙ্গাব্দ (শনিবার ২৪শে মে ১৯৬৯ খ্রিষ্টাব্দ)
নজরুলের স্বতন্ত্রভাবে প্রকাশিত গ্রন্থ
নজরুল ইসলামের ৬৯ বৎসর অতিক্রান্ত বয়স
শুরু হয়েছিল ১১ জ্যৈষ্ঠ ১৩৭৬ বঙ্গাব্দ (রবিবার
২৫শে মে ১৯৬৯ খ্রিষ্টাব্দ)
থেকে। শেষ হয়েছিল ১০ জ্যৈষ্ঠ ১৩৭৭ বঙ্গাব্দ (রবিবার ২৪শে
মে ১৯৭০ খ্রিষ্টাব্দ)
নজরুল ইসলামের ৭০ বৎসর অতিক্রান্ত বয়স
শুরু হয়েছিল ১১ জ্যৈষ্ঠ ১৩৭৭ বঙ্গাব্দ (সোমবার
২৫শে মে ১৯৭০ খ্রিষ্টাব্দ)
থেকে। শেষ হয়েছিল ১০ জ্যৈষ্ঠ ১৩৭৮ বঙ্গাব্দ (মঙ্গলবার ২৫শে
মে ১৯৭১ খ্রিষ্টাব্দ)
নজরুল ইসলামের ৭১ বৎসর অতিক্রান্ত বয়স
শুরু হয়েছিল ১১ জ্যৈষ্ঠ ১৩৭৮ বঙ্গাব্দ (বুধবার
২৬শে মে ১৯৭১ খ্রিষ্টাব্দ)
থেকে। শেষ হয়েছিল ১০ জ্যৈষ্ঠ ১৩৭৯ বঙ্গাব্দ (বুধবার ২৪শে
মে ১৯৭২ খ্রিষ্টাব্দ)
এই সিদ্ধান্ত অনুসারে তৎকালীন
বাংলাদেশের প্রধানমন্ত্রী
বঙ্গবন্ধু শেখ নুজিবর রহমানের
উদ্যোগে এবং ভারত সরকারে অনুমতিক্রমে, ২৪ মে (সোমবার ১১ বৈশাখ), নজরুলকে
রাষ্ট্রীয় অতিথির মর্যাদায় ঢাকায় আনা হয়। এই দিন সকাল ১১.৪০ টায় তিনি এবং তাঁর
সফরসঙ্গীদের বহনকারী বিশেষ ফোকার ফ্রেন্ডশিপ বিমান তেজগাঁও বিমানবন্দরে অবতরণ করে।
এই সময় তাঁকে স্থানীয় শিল্প-সাহিত্যাঙ্গনের গুণীজন ও বহু সাধারণ মানুষ স্বাগত জানিয়ে
বরণ করে নেন। এই সময় তাঁর সময় তাঁর পুত্রবধূ উমা কাজী (কাজী সব্যসাচীর স্ত্রী) সঙ্গে
ছিলেন।
বিমান বন্দর থেকে তাঁকে ঢাকার ধানমণ্ডির ২৮ নম্বর সড়কের ৩৩০ বি ভবনে একটি
এ্যাম্বুলেন্সে করে আনা হয়। এই ভবনটি ছিল একটি সরকারি বাসভবন। এখানে
বঙ্গবন্ধু শেখ নুজিবর রহমানের
এবং তৎকালীন রাষ্ট্রপতি আবু সাইদ চৌধুরী কবিকে বরণ করে নেন। বঙ্গবন্ধু বাংলাদেশ
সরকারের পক্ষ থেকে কবির জন্য মাসিক ১ হাজার টাকা ভাতা প্রদানের কথা ঘোষণা করেন।
এরপর কবির চিকিৎসার জন্য একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়। এই বোর্ডের প্রধান ছিলেন
ডা. নুরুল ইসলাম। এই বোর্ডের অন্যান্য সদস্যরা ছিলেন- ডা. ইউসুফ আলী, ডা. নাজমুল
চৌধুরী ও ডা. আলী আশরাফ। তবে তাঁকে ব্যক্তিগতভাবে পরিচর্যার জন্য জন্য ছিলেন
কবি-পুত্রবধূ উমা কাজী।
ঢাকায় কবিকে রাষ্ট্রীয় মর্যাদায় রাখার সূত্রে তাঁর বাসভবনে প্রতিদিন রাষ্ট্রীয় পতাকা
উত্তোলনের ব্যবস্থা করা হয়। তাঁকে গান শোনানো, বাইরে ঘুরিয়ে আনার জন্য বিশেষ
ব্যবস্থা রাখা হয়।
নজরুল ইসলামের ৭২ বৎসর অতিক্রান্ত বয়স
শুরু হয়েছিল ১১ জ্যৈষ্ঠ ১৩৭৯ বঙ্গাব্দ (বৃহস্পতিবার
২৫শে মে ১৯৭২ খ্রিষ্টাব্দ)
থেকে। শেষ হয়েছিল ১০ জ্যৈষ্ঠ ১৩৮০ বঙ্গাব্দ (বৃহস্পতিবার ২৪শে
মে ১৯৭৩ খ্রিষ্টাব্দ)
নজরুল ইসলামের ৭৩ বৎসর অতিক্রান্ত বয়স
শুরু হয়েছিল ১১ জ্যৈষ্ঠ ১৩৮০ বঙ্গাব্দ (শুক্রবার
২৫শে মে ১৯৭৩ খ্রিষ্টাব্দ)
থেকে। শেষ হয়েছিল ১০ জ্যৈষ্ঠ ১৩৮১ বঙ্গাব্দ (শুক্রবার ২৪শে
মে ১৯৭৪ খ্রিষ্টাব্দ)
১০ মে (শুক্রবার ২৬ বৈশাখ ১৩৮১), 'টাঙ্গাইল জেলা নজরুল সেনা' সংগঠনের পক্ষ থেকে
নজরুল ইসলামের সম্বর্ধনার আয়োজন করা হয়েছিল। এই অনুষ্ঠান উপলক্ষে তাঁকে ঢাকা থেকে
টাঙ্গাইলে নেওয়া হয়। সঙ্গে নজরুলের পরিবারের সদস্যরাও ছিলেন। ওই দিন ঢাকায় ফেরার পথে
তাঁকে টাঙ্গাইলের করোটিয়া সাদত কলেজে সম্বর্ধনা দেওয়া হয়। উল্লেখ্য, নজরুল সজ্ঞান
অবস্থায় এই কলেজ সম্পর্কে উচ্চ ধারণা পোষণ করতেন।
নজরুল ইসলামের ৭৪ বৎসর অতিক্রান্ত বয়স
শুরু হয়েছিল ১১ জ্যৈষ্ঠ ১৩৮১ বঙ্গাব্দ (শনিবার
২৫শে মে ১৯৭৪ খ্রিষ্টাব্দ)
থেকে। শেষ হয়েছিল ১০ জ্যৈষ্ঠ ১৩৮২ বঙ্গাব্দ (রবিবার ২৫শে
মে ১৯৭৫ খ্রিষ্টাব্দ)
নজরুল ইসলামের ৭৫ বৎসর অতিক্রান্ত বয়স
শুরু হয়েছিল ১১ জ্যৈষ্ঠ ১৩৮২ বঙ্গাব্দ (সোমবার
২৬শে মে ১৯৭৫ খ্রিষ্টাব্দ)
থেকে। শেষ হয়েছিল ১০ জ্যৈষ্ঠ ১৩৮৩ বঙ্গাব্দ (সোমবার ২৪শে
মে ১৯৭৬ খ্রিষ্টাব্দ)
২২ জুলাই ১৯৭৫ (মঙ্গলবার ৫ শ্রাবণ ১৩৮২), বাংলাদেশের স্বাস্থ্য বিভাগের তদানীন্তন
মহাপরিচালক ডা. মেজর এ চৌধুরী নজরুলকে দেখতে আসেন। তিনি নজরুলকে সার্বক্ষণিক
তত্ত্বাবধানের সুবিধার জন্য জন্য, পিজি হাসপাতালে ভর্তি করার নির্দেশ দেন। এই
নির্দেশ অনুসারে তাঁকে এই হাসপাতালের ১১৭ নম্বর কেবিনে স্থানান্তরের উদ্যোগ নেওয়া
হয়। এই সময় তাঁর দোতলার বাসস্থান থেকে নামতে চাইছিলেন না। সিঁড়ি দিয়ে নামার সময়,
তিনি রেলিং আঁকড়ে ধরে বাধা দিয়েছিলেন। এই অবস্থায় তাঁকে জোর করেই এ্যাম্বুলেন্সে
তোলা হয়েছিল।
১৮ ফেব্রুয়ারি ১৯৭৬ (বুধবার ৫ ফাল্গুন ১৩৮২), নজরুলকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান
করা হয়। এবং তাঁকে ২১শে পদক দেওয়ার ঘোষণা করা হয়
২১ ফেব্রুয়ারি (শনিবার ৮ ফাল্গুন ১৩৮২), নজরুলকে আনুষ্ঠানিকভাবে একুশে পদক প্রদান
করা হয়। বিচারপতি আবু সাদাত মুহম্মদ সায়েম নজরুলকে এই পদক পরিয়ে দিয়েছিলেন।
ফেব্রুয়ারি মাসে (মাঘ-ফাল্গুন)। আবদুল কাদির সম্পাদিত নজরুল রচনাবলী চতুর্থ খণ্ড
প্রকাশিত হয়।
নজরুল ইসলামের ৭৬ বৎসর অতিক্রান্ত বয়স
শুরু হয়েছিল ১১ জ্যৈষ্ঠ ১৩৮৩ বঙ্গাব্দ (মঙ্গলবার
২৫শে মে ১৯৭৬ খ্রিষ্টাব্দ)
থেকে। শেষ হয়েছিল ১০ জ্যৈষ্ঠ ১৩৮৪ বঙ্গাব্দ (মঙ্গলবার ২৪শে
মে ১৯৭৭ খ্রিষ্টাব্দ)