বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: আমি
চিরতরে দূরে চলে যাব তবু আমারে দেব না ভুলিতে
তাল: দাদ্রা
আমি
চিরতরে দূরে চলে যাব তবু আমারে দেব না ভুলিতে
আমি
বাতাস হইয়া জড়াইব কেশ বেণী যাবে যবে খুলিতে॥
তোমার সুরের নেশায় যখন
ঝিমাবে আকাশ কাঁদিবে পবন
রোদন হইয়া আসিব তখন তোমার বক্ষে দুলিতে॥
আসিবে তোমার পরমোৎসব- কত প্রিয়জন কে জানে,
মনে প'ড়ে যাবে কোন্ সে ভিখারি
পায়নি ভিক্ষা এখানে।
তোমার কুঞ্জ-পথে যেতে হায়
চমকি'
থামিয়া যাবে বেদনায়
দেখিবে কে যেন ম'রে মিশে আছে তোমার পথের ধূলিতে॥
-
রচনাকাল ও স্থান:
গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৪২ খ্রিষ্টাব্দের জুলাই (আষাঢ়-শ্রাবণ ১৩৪৯) মাসে এইচএমভি প্রথম এই গানটির একটি রেকর্ড প্রকাশ করেছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৪৩ বৎসর ১ মাস।
- রেকর্ড:
-
এইচএমভি। [জুলাই ১৯৪২
(আষাঢ়-শ্রাবণ ১৩৪৯)। এন ২৭২৯২। রেকর্ড লেবেল সুর: কাজী
নজরুল ইসলাম। রেকর্ড বুলেটিন: শিল্পী : চিত্তরঞ্জন রায়।
-
এইচএমভি [এপ্রিল ১৯৪৮ (চৈত্র ১৩৫৪-বৈশাখ ১৩৫৫)। এন ২৭৮১৩। শিল্পী: ইলা ঘোষ।
সুর-নজরুল ইসলাম।
এর জুড়ি গান ছিল: তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয় [তথ্য]
- স্বরলিপি ও স্বরলিপিকার:
- সুধীন দাশ [নজরুল-সঙ্গীত স্বরলিপি,
চৌত্রিশতম খণ্ড, (একুশে বই মেলা। ফাল্গুন ১৪১৮/ফেব্রুয়ারি ২০১২)]।
৫ম সংখ্যক গান। পৃষ্ঠা: ১৫-১৬]।
১৯৪২ খ্রিষ্টাব্দের জুলাই
(আষাঢ়-শ্রাবণ ১৩৪৯) মাসে এইচএমভি রেকর্ড
কোম্পানি থেকে প্রকাশিত চিত্তরায়ের গানের সুরানুসারে কৃত স্বরলিপি।
[নমুনা]]
- ইদ্রিস আলী। [[নজরুল সঙ্গীত স্বরলিপি
চুয়াল্লিশততম খণ্ড। নজরুল ইন্সটিটিউট কর্তৃক
প্রকাশিত। আষাঢ় ১৪২৪/জুন ২০১৮] ১৯৪৮ খ্রিষ্টাব্দের এপ্রিল
(চৈত্র ১৩৫৪-বৈশাখ ১৩৫৫)
মাসে ইলা ঘোষ-এর গাওয়া রেকর্ডের সুরাবলম্বনে-কৃত
স্বরলিপি। পৃষ্ঠা: ৪২-৪৪
[নমুনা]
- পর্যায়:
- বিষয়াঙ্গ: প্রেম।
- সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্যের সুর
- তাল:
-
দাদরা
[-কৃত স্বরলিপি]
- বৈতালিক [ইদ্রিস আলী-কৃত
স্বরলিপি]
- গ্রহস্বর:: সা