প্রণব রায়
(১৯১১-১৯৭৫ খ্রিষ্টাব্দ)
বিংশ শতাব্দীর প্রখ্যাত গীতিকার ও গায়ক।
১৯১১ খ্রিষ্টাব্দের ৫ ডিসেম্বর ২৪ পরগণার বড়িশার প্রখ্যাত সাবর্ণ রায় চৌধুরী বংশে জন্মগ্রহণ করেন। জাতিতে ছিলেন ব্রাহ্মণ। আর ধর্ম দর্শনে ছিলেন ব্রাহ্ম।
কলকাতার ব্রাহ্ম বয়েজ স্কুল থেকে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ
হন এবং সিটি কলেজে ভর্তি হন। এরপর এখান থেকে বিএ পড়ার সময় 'কারগার' নামক কবিতার
জন্য তাঁর কারাবাস হয়। উল্লেখ্য এই কবিতাটি প্রকাশিত হয়েছিল 'বিশ্বদূত' পত্রিকায়।
কারাবাসের কারণে তাঁর প্রাতিষ্ঠানিক লেখাপড়ার সমাপ্তি ঘটে।
গান রচনার প্রেরণা লাভ করেছিলেন
কাজী নজরুল ইসলামের
সংস্পর্শে এসে। ১৯৩০ খ্রিষ্টাব্দের সেপ্টেম্বর মাসে (ভাদ্র-আশ্বিন
১৩৩৭),
কমলা ঝরিয়া'র
কণ্ঠ তাঁর রচিত দুটি গানের রেকর্ড (এন
৩১৩৭)
প্রকাশ করেছিল এইচএমভি।
গান দুটির সুরকার ছিলেন তুলসী লাহিড়ি। গান
দুটি হলো- 'প্রিয়
যেন প্রেম ভুলো না' ও 'নিঠুর নয়ন-বাণ কেন হান'।
তিনি প্রথম 'পণ্ডিত মশায়'
চলচ্চিত্রের জন্য গান রচনা করেন।
১৯৭৫ খ্রিষ্টাব্দের ৭ আগষ্ট কলকাতায় মৃত্যবরণ করে।
প্রণব রায়ের রচিত গানের তালিকা